× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাঙ্গালুরের রামেশ্বরম ক্যাফেতে বোমা বিস্ফোরণ, আহত ১০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ১১:২৯ এএম

আপডেট : ০২ মার্চ ২০২৪ ১২:০২ পিএম

ক্যাফেতে বিস্ফোরণের পর পাহারায় রয়েছেন এক পুলিশ কর্মকর্তা। ১ মার্চ ভারতের বেঙ্গালুরুরের জনপ্রিয় রামেশ্বরম ক্যাফের বাইরে। ছবি : সংগৃহীত

ক্যাফেতে বিস্ফোরণের পর পাহারায় রয়েছেন এক পুলিশ কর্মকর্তা। ১ মার্চ ভারতের বেঙ্গালুরুরের জনপ্রিয় রামেশ্বরম ক্যাফের বাইরে। ছবি : সংগৃহীত

ভারতের ব্যাঙ্গালুরে রামেশ্বরম ক্যাফেতে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১ মার্চ) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটেছে বলে এনডিটিভিকে জানিয়েছেন ক্যাফেটির মালিক দিভইয়া রাঘবেন্দ্র রাও।

রাও বলেন, ‘যখন বিস্ফোরণটি হয় তখন আমার ফোনটি সঙ্গে ছিল না। পরে আমি ফোন দিলে জানতে পারি রেস্তোরাঁয় বিস্ফোরণ হয়েছে। প্রথমে ভেবেছিলাম রান্নাঘরের কোনো সমস্যার জন্য হয়ত বিস্ফোরণ হয়েছে। কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি সেখানে রক্তের কোনো চিহ্ন নেই। কেউ আহত হননি ওখানে। বিস্ফোরণটি হয়েছে গ্রাহক এলাকায়। তারপর সিসিটিভি ক্যামেরা চেক করে একজন মাস্ক ও মাফলার পরা ব্যক্তিকে দেখতে পাই। ব্যক্তিটি কাউন্টারে এসে খাবার অর্ডার করেন। তারপর খাবার নিয়ে এক কোণায় বসে তা খেয়ে শেষ করেন। যাওয়ার সময় ক্যাফের কোণায় একটি ব্যাগ রেখে যান। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণটি হয়।’

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিই ক্যাফেতে বোমা রেখে গিয়েছে। সৌভাগ্যক্রমে যেখানে বিস্ফোরণটি হয়েছিল সেখানে কোনোও গ্যাস সিলিন্ডার ছিল না। রামেশ্বরম ক্যাফে আমার কাছে আমার নবজাতক সন্তানের মতো। তাই এর ক্ষতিও আমাকে কষ্ট দিচ্ছে।

গুরুতরভাবে কেও আহত না হওয়ায় তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। তিনি আশা করছেন যারা আহত হয়েছেন তারা ১৫-৩০ দিনের মধ্যেই সুস্থ্য হয়ে যাবেন।

রাও আরও জানান, আহতদের সুস্থ্য জীবনে ফিরতে যত ধরনের সহায়তা লাগে তা করবেন তিনি। আহতদের জন্য দুঃখ প্রকাশ করে তাদের দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে বলেন তিনি। খুব শিগগির ক্যাফে আবার চালু হবে বলে জানান তিনি।    

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা