প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০২ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪৭ পিএম
শুক্রবার নানজিংয়ের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। ছবি : আলজাজিরা
চীনের পূর্বাঞ্চলীয় নানজিংয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪৪ জন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে প্রাথমিক তদন্তের ফলাফল উল্লেখ করে বলেন, ধারণা করা হচ্ছে, নানজিংয়ের ইউহুতাই জেলায় অবস্থিত আবাসিক ভবনটির প্রথম তলায় শুক্রবার আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে বৈদ্যুতিক বাইকগুলো সংরক্ষণ করে রাখা হয়েছিল।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা নাগাদ আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং দুপুর ২টার দিকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান গুটিয়ে নেওয়া হয়েছে। জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, আগুন নেভানোর জন্য ২৫টি অগ্নিনির্বাপক ট্রাক মোতায়েন করা হয়েছে।
গত মাসে মধ্য চীনের জিনিউতে অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন নিহত হয়েছে। ২০২৩-এর নভেম্বরে শানজি প্রদেশের উত্তরাঞ্চলে একটি কয়লা কোম্পানির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত হয়েছিল।
গত অক্টোবরে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নিংজিয়া অঞ্চলে একটি বারবিকিউ রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছে।
সূত্র : আলজাজিরা।