× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়াকে হারানো সম্ভব মনে করে ইউরোপের ১০ শতাংশ মানুষ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৮ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০২ পিএম

রুশ হামলায় ইউক্রেনের অনেক স্থান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছবি: সংগৃহীত

রুশ হামলায় ইউক্রেনের অনেক স্থান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছবি: সংগৃহীত

ইউরোপের মাত্র ১০ শতাংশ মানুষ মনে করেন ইউক্রেন রাশিয়াকে পরাজিত করতে পারবে। সাম্প্রতিক এক জরিপে এমনটি দেখা গেছে। 

ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস (ইসিএফআর) জরিপটি পরিচালনা করেছে। 

জরিপ প্রতিবেদনের সহলেখক মার্ক লিওনার্ড বলেছেন, ‘অধিকাংশ ইউরোপীয়ান রাশিয়ার বিজয় ঠেকাতে মরিয়া হয়ে রয়েছে। কিন্তু তারা মনে করেন না  কিয়েভ রাশিয়ার সঙ্গে সামরিকভাবে জিততে পারবে।’

জরিপফলে দেখা গেছে, সমীক্ষায় অংশগ্রহণকারী প্রতি ১০ জনের মধ্যে মাত্র একজন বিশ্বাস করেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কিয়েভ জয়ী হবে। যা মোট পরিসংখ্যানের কেবল ১০ শতাংশ। 

প্রতি ১০ জনের মধ্যে দুজন বা ২০ শতাংশ মনে করেন রাশিয়া জিতবে।

৩৭ শতাংশ মানুষের ধারণা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ একটি সমঝোতার মাধ্যমে শেষ হবে। 

গত জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১২টি দেশে জরিপটি পরিচালনা করা হয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ড, পোল্যান্ড, স্পেন, সুইডেন। 

সুইডেনের ৫০ শতাংশ, পর্তুগালের ৪৮ শতাংশ এবং পোল্যান্ডের ৪৭ শতাংশ উত্তরদাতা বলেছেনে, ইউরোপের উচিত ইউক্রেনকে ‍যুদ্ধে সাহায্য করা। অন্যদিকে হাঙ্গেরির ৬৪ শতাংশ, গ্রিসের ৫৯ শতাংশ, ইতালির ৫২ শতাংশ এবং অস্ট্রিয়ার ৪৯ শতাংশ উত্তরদাতা কিয়েভের একটি সমঝোতা মেনে নেওয়া উচিত বলে মনে করে। তবে সাহায্য করা বা সমঝোতার বিষয়ে ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড এবং স্পেনের মধ্যে মতামত সমানভাবে বিভক্ত। 

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয়েছে। দুই দিন পরেই যুদ্ধের দুই বছর পূর্ণ হবে। এখন পর্যন্ত ইউক্রেনের পাঁচটি প্রশাসনিক অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া। 

সূত্র : দ্য গার্ডিয়ান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা