× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলে মোবাইল নিষিদ্ধ করল ইংল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫২ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২০ পিএম

যুক্তরাজ্যের ১২ বছর বয়সি শিক্ষার্থীদের অন্তত ৯৭ শতাংশের মোবাইল ফোন রয়েছে। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের ১২ বছর বয়সি শিক্ষার্থীদের অন্তত ৯৭ শতাংশের মোবাইল ফোন রয়েছে। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। সেখানে আগে থেকেই কিছু স্কুলে এ নিয়ম ছিল। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এতে সব স্কুলে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। 

সরকারি নির্দেশিকায় বিষয়টিতে নজরদারির জন্য প্রধানশিক্ষকের ওপরে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নীতির লক্ষ্য দেশের সমস্ত স্কুলে একটি সামঞ্জস্যপূর্ণ পদ্ধতি নিশ্চিত করা। 

ক্লাস চলাকালে মোবাইলের ব্যবহার নিষিদ্ধ করার জন্য একেক স্কুল একেক পদ্ধতি অবলম্বন করবে। যেমন কোনো কোনো স্কুল কর্তৃপক্ষ ক্যাম্পাসে ঢোকার সময় শিক্ষার্থীদের থেকে ফোন সংগ্রহ করে জমা রাখবে। টিফিন বা স্কুল শেষে তা আবার ফেরত দেবে। 

মোবাইলের ওপরে বিধিনিষেধের কারণ হিসেবে বলা হয়েছে, স্কুলে নেতিবাচক প্রভাব ফেলে ফোন। ব্যাহত হয় পঠনপাঠন। 

যুক্তরাজ্যের শিক্ষা সচিব গিলিয়ান কিগান বলেছেন, ‘স্কুল হলো বাচ্চাদের শেখার জায়গা। মোবাইল ফোন ক্লাসরুমে একটি অবাঞ্ছিত জিনিস। আমরা শিক্ষকদের আচরণের উন্নতি এবং পাঠদানে মনোযোগ দেওয়ার ওপর জোর দিচ্ছি।' 

যুক্তরাজ্যের মিডিয়া ওয়াচডগ অফিস অব কমিউনিকেশনসের তথ্যমতে, দেশটির বারো বছর বয়সি শিক্ষার্থীদের অন্তত ৯৭ শতাংশের মোবাইল ফোন রয়েছে। 

দাতব্য সংস্থা প্যারেন্টকাইন্ড দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, ৪৪ শতাংশ পিতামাতা সন্তানদের ইলেকট্রনিক ডিভাইসে অত্যধিক সময় ব্যয় করার বিষয়ে উদ্বিগ্ন। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে এই উদ্বেগ ৫০ শতাংশের বেশি। 

সূত্র : বিবিসি, ইকোনোমিক টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা