× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাভালনির মরদেহ দুই সপ্তাহেও মিলবে না

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৯ পিএম

কোপেনহেগে রুশ দূতাবাসের বাহিরে আলেক্সি নাভালনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ভক্তরা। ছবি: সংগৃহীত

কোপেনহেগে রুশ দূতাবাসের বাহিরে আলেক্সি নাভালনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ভক্তরা। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রয়াত বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির মরদেহ আগামী দুই সপ্তাহেও তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে না। তদন্তকারীরা সোমবার (১৯ ফেব্রুয়ারি) তার পরিবারকে এ কথা জানিয়েছে।

নাভালনির এক প্রতিনিধি তার মাকে জানিয়েছেন, রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তার মরদেহ আরও দুই সপ্তাহ রাখা হবে। 

তবে নাভালনির মরদেহ কোথায় আছে তা নিশ্চিত করেনি রুশ কর্তৃপক্ষ। বরং তা সনাক্ত করার প্রচেষ্টাকে বারবার বন্ধ করে দিয়েছে কারাগারের মর্গ ও স্থানীয় কর্তৃপক্ষ। 

এদিকে নাভালনির মরদেহ লুকিয়ে রাখার অভিযোগ করেছেন তার স্ত্রী ইউলিয়া। 

সোমবারের এক ভিডিওতে ইউলিয়া ‘মুক্ত রাশিয়ার’ জন্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে তার স্বামীর হত্যার জন্য সরাসরি অভিযুক্ত করেন তিনি। 

ইউলিয়ার অভিযোগ, নাভালনির দেহ থেকে বিষক্রিয়ার চিহ্ন উবে যাওয়ার জন্য অপেক্ষা করছে কর্তৃপক্ষ। 

ভিডিওতে কথা বলা সময়, মাঝে মাঝে তার গলা দুঃখ এবং ক্ষোভে কাঁপছিলো। দর্শকদেরকে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইউলিয়া। 

সোমবার ক্রেমলিন জানিয়েছেন, নাভালনির মৃত্যুর তদন্ত চলছে। এখনো কোন ফলাফল পাওয়া যায়নি।

পশ্চিমা নেতারা নাভালনির মৃত্যুর দায় পুতিনের ওপর চাপিয়েছেন। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, পুতিন নির্দেশ দিক বা না দিক, নাভালনির মৃত্যুর দায়ভার তারই। 

সোমবার একটি সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের বিদেশবিষয়ক মন্ত্রী জোসেপ বোরেল বলেন, নাভালনিকে ধীরে ধীরে কারাগারে হত্যা করেছে পুতিন সরকার। 

ইইউ এবং যুক্তরাষ্ট্র নাভালনির মৃত্যুকে কেন্দ্র করে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে বিবেচনা করছে।  

এসব অভিযোগ সম্পর্কে ক্রেমলিন বলছে, পশ্চিমাদের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ ও অগ্রহণযোগ্য। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি ১৬ ফেব্রুয়ারি কারাগারে হাঁটাহাঁটির একপর্যায়ে পড়ে গিয়ে জ্ঞান হারান। এ সময় অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চলে আসে। দাঁড়ানো থেকে পড়ে যাওয়ার পরপরই নাভালনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

শনিবার ওভিডি-ইনফো প্রতিবাদ পর্যবেক্ষণ দল জানিয়েছে, আলেক্সি নাভালনির মৃত্যুতে রাশিয়ায় বিক্ষোভ চলাকালে শনিবার পর্যন্ত দুই দিনে ৪০০ জনের বেশি মানুষকে আটক করেছে পুলিশ।তাদের মধ্যে অন্তত ৭৪ জনকে সেন্ট পিটার্সবুর্গ এবং ৪৯ জনকে মস্কোতে আটক করা হয়েছে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা