× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্দোনেশিয়ায় নতুন প্রেসিডেন্ট হচ্ছেন সুবিয়ান্তো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০০ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৪ পিএম

প্রাবোয়ো সুবিয়ান্তো। ১৪ ফেব্রুয়ারি ভোট দেওয়ার পর। ছবি : সংগৃহীত

প্রাবোয়ো সুবিয়ান্তো। ১৪ ফেব্রুয়ারি ভোট দেওয়ার পর। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয় দাবি করেছেন প্রতিরক্ষামন্ত্রী প্রাবোয়ো সুবিয়ান্তো। তিনি প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। 

এক অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, প্রতিপক্ষ আনিস বাসউইদান ও গাঞ্জার প্রানোয়োর চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন সুবিয়ান্তো। সাবেক এ জেনারেল পেয়েছেন ৫৭ দশমিক ৭ শতাংশ। 

সুবিয়ান্তো নিজেকে জয়ী ঘোষণার পর তার প্রধান প্রতিদ্বন্দ্বী আনিস বাসওয়েদান এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, তিনি জনগণের রায় মেনে নেবেন। যদিও তিনি জানান ভোট গণনা এখনও চলছে।

আনিস বাসওয়েদান বলেন, আনুষ্ঠানিক ফল ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবং আমরা ফলাফল মেনে নেব।

ইন্দোনেশিয়ায় বুধবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

প্রায় ২৮ কোটি মানুষের দেশটিতে ভোটার ২০ কোটির বেশি। প্রায় ১৭ হাজার দ্বীপের দেশটিতে টাইমজোন তিনটি। তাই ভোটগ্রহণ ও শেষ একেক রাজ্য বা অঞ্চলে একেক সময়ে হয়েছে।

এ দিন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির প্রত্যেক ভোটার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং আইনসভার সদস্য নির্বাচনের জন্য তিনটি করে ভোট দিয়েছেন।

সূত্র : আলজাজিরা, বিবিসি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা