× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালোবাসা দিবসে ভিন্ন রকমের ভোটগ্রহণ ইন্দোনেশিয়ায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৪ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৬ পিএম

ব্যালটবক্স সাজানো হয়েছে ভালোবাসা দিবসের থিম দিয়ে। ১৪ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার পূর্ব জাভায়। ছবি : সংগৃহীত

ব্যালটবক্স সাজানো হয়েছে ভালোবাসা দিবসের থিম দিয়ে। ১৪ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার পূর্ব জাভায়। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আজ প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। একটি ভোটকেন্দ্রে দেখা গেছে ভালোবাসা দিবস উপলক্ষে হৃদয় আকৃতির বেলুন, চকলেট এবং গোলাপী ক্যান্ডি দিয়ে ভোটারদেরকে স্বাগত জানানো হচ্ছে। 

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের দেনপাসার শহরের ০২৬ টুনজুংসারি পোলিং স্টেশনে বুধবার (১৪ ফেব্রুয়ারি) গোলাপী ঐতিহ্যবাহী পোশাক পরিহিত মহিলারা ভোটকার্ডের পরিবর্তে ভোটারদেরকে চকলেট বিতরণ করে স্বাগত জানিয়েছেন। ভোট দেওয়ার পরে ভোটারদেরকে ক্যান্ডি দিয়ে ধন্যবাদ জানানো হয়েছে। 

প্রথমবারের মতো ভোট দিয়ে নি কোমাং ইন্ট্যান্ট ইউলিয়ানি বলেন, ‘এটা ভোট দেওয়াকে মজাদার করে তুলেছে। আমি ভোট দেওয়ার পাশাপাশি ভালোবাসা দিবসও উদযাপন করতে পারছি।’

ইন্দোনেশিয়ায় জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার সকাল ৮টায়। ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

প্রায় ২৮ কোটি মানুষের দেশটিতে ভোটার ২০ কোটির বেশি। প্রায় ১৭ হাজার দ্বীপের দেশটিতে টাইমজোন তিনটি। তাই ভোটগ্রহণ ও শেষ একেক রাজ্য বা অঞ্চলে একেক সময়ে হবে।

আজকের ভোটে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির প্রত্যেক ভোটার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং আইনসভার সদস্য নির্বাচনের জন্য তিনটি করে ভোট দেবেন।

সূত্র: রয়টার্স 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা