প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৫ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৭ পিএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনী মামলায় নিম্ন আদালতের রুলিং স্থগিত করতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। ট্রাম্পের দাবি, তিনি এ মামলায় দায়মুক্তি পাবেন। কিন্তু নিম্ন আদালত রুলিংয়ে বলেছেন, ২০২০ সালের নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার অপচেষ্টার জন্য তিনি দায়মুক্তি পাবেন না।
ট্রাম্প সোমবার (১২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে নিম্ন আদালতের রুলিং স্থগিত চেয়ে আবেদন করেন। আবেদনে তার আইনজীবীরা বলেছেন, এখন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলছে। এ অবস্থায় মামলা চললে তা ট্রাম্পের প্রচারণাকে ব্যাহত করবে।
গত ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির তিন সদস্যের একটি আপিল আদালত এক আদেশ বলেন, ট্রাম্প দায়মুক্তি পাবেন না। অন্য যেকোনো নাগরিকের মতো তার বিচার করা যেতে পারে। কিন্তু ট্রাম্পের আইনজীবীরা বলছেন, নির্বাচনী প্রচার-প্রচারণার এই সময় তার বিচার করা উচিত নয়।
ট্রাম্পকে আপিল করার অনুমতি দিতে বিচারিক আদালতের আদেশ স্থগিত রাখবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেননি সুপ্রিম কোর্ট। দেশটির সুপ্রিম কোর্টে বর্তমান বিচারকদের মধ্যে রক্ষণশীলরা সংখ্যায় বেশি।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল তিনি অবৈধভাবে পাল্টে দেওয়ার চক্রান্ত করেছিলেন। নির্বাচনে হেরে যাওয়ার পরও তিনি ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন।
আগামী নভেম্বরে দেশটিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প প্রার্থী হচ্ছেন। ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প বিভিন্ন জরিপে বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন।
সূত্র : বিবিসি