× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউইয়র্কের পাতালরেলে গোলাগুলিতে হতাহত ৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৪ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪১ পিএম

ব্রঙ্কসের দ্য মাউন্ট ইডেন অ্যাভিনিউ স্টেশনের বাহিরে এমটিএ এবং পুলিশ কর্মকর্তার। ছবি : সংগৃহীত

ব্রঙ্কসের দ্য মাউন্ট ইডেন অ্যাভিনিউ স্টেশনের বাহিরে এমটিএ এবং পুলিশ কর্মকর্তার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি পাতালরেল স্টেশনে গোলাগুলিতে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ৫ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।  

দুই কিশোর গ্যাং তর্কাতর্কির জেরে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার বিকাল ৪টা ৩৮ মিনিটে ব্রঙ্কসের দ্য মাউন্ট ইডেন অ্যাভিনিউ স্টেশনে প্ল্যাটফর্মে ট্রেনের দরজা খুলে যাওয়ার পর এই গোলাগুলি শুরু হয়। এই সময়টা শহরজুড়ে শিশুদের স্কুল থেকে বাড়ি ফেরার এবং শ্রমিকের সন্ধ্যার শিফট শুরুর সময়। গোলাগুলির শিকার ব্যক্তিরা ট্রেনের জন্য অপেক্ষা করছিল। 

পুলিশ বন্দুকধারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। 

এনওয়াইপিডির ট্রানজিট প্রধান মাইকেল ক্যাম্পার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের মনে হয় না এটা কোনো বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা। আমরা এটাও বিশ্বাস করি না এটি একজন ব্যক্তির নির্বিচারে ট্রেন বা ট্রেন স্টেশনে গুলি চালানোর ঘটনা।’ 

১৯৮৪ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে পাতাল রেলে গোলাগুলির ঘটনা কমে যায়। ২০২০ সাল তথা করোনার শুরু থেকে পাতালরেলে অপরাধের ঘটনা বেড়ে যায়। ২০২১ সালে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু ২০২২ সালে ব্রুকলিনের মধ্য দিয়ে যাওয়া একটি ট্রেনে হ্যান্ডগান দিয়ে এক ব্যক্তি হামলা করে। এতে তখন অন্তত ১০ জন আহত হয় । ২০২৩ সালে পাতালরেলে ৫৭০টি মারাত্মক হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মেট্রপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি।  

পাতালরেল স্টেশনে গোলাগুলির ঘটনার মানুষের মধ্যে রেলপথে চলাচলে ভয়ের সৃষ্টি করেছে।

সূত্র : দ্য গার্ডিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা