× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট ভারতীয় নৌ সদস্যকে ছেড়ে দিল কাতার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:০৯ এএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩২ এএম

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বলে জানা যায়। ছবি : সংগৃহীত

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বলে জানা যায়। ছবি : সংগৃহীত

ভারতের নৌবাহিনীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আট কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে কাতার। সোমবার (১২ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, আটজনের মধ্যে সাতজন দেশে ফিরেছেন। তাদের মুক্তি ও ঘরে ফেরার সুযোগ করে দেওয়ায় আমরা কাতারের আমিরকে ধন্যবাদ জানাই।

২০২২ সালের আগস্টে তাদের গ্রেপ্তার করেছিল কাতারের গোয়েন্দা বিভাগ। এর পর থেকেই তাদের নির্জন কারাবাসে রাখা হয়।

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। কিন্তু পরে হিন্দুস্তান টাইমস এ অভিযোগ সত্যি নয় বলে জানিয়েছে। কিন্তু কেন তাদের গ্রেপ্তার করা হয়েছিল তা-ও জানাতে পারেনি ভারতের সংবাদমাধ্যমটি।

প্রায় এক বছর বন্দি থাকার পর ২০২৩ সালের অক্টোবরে তাদের মৃত্যুদণ্ড দেন কাতারের একটি আদালত। কিন্তু মৃত্যুদণ্ডের কারণ কখনও প্রকাশ করা হয়নি।

গত ডিসেম্বরে ভারত মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করে। কাতারের কোর্ট আপিল বাতিল করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখেন।

এ নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে পড়ে। ভারত নিজ নাগরিকদের মুক্ত করার সব পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেয়। এ অবস্থায় সোমবার সকালে দণ্ডিত নৌবাহিনীর সাবেক কর্মকর্তাদের মুক্ত করার ঘোষণা দিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের নৌবাহিনীর সাবেক এসব কর্মকর্তা কাতারের দোহায় দাহরা গ্লোবাল নামে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন। কোম্পানিটি কাতার নৌবাহিনীকে বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করত।

অভিযুক্ত আট ব্যক্তি হলেন ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, পূর্ণেন্দু  তিওয়ারি, সুগুণাকর পাকালা, সঞ্জীব গুপ্ত ও নাবিক রাগেশ।

সূত্র : এনডিটিভি, স্ক্রলডটইন
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা