প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৩ এএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৯ পিএম
ইসরায়েলি হামলার পরবর্তী দৃশ্য। ২৭ ফেব্রুয়ারি গাজা উপত্যকার গাজা সিটিতে। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
তথ্যমতে, শনিবার সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় গাজায় আরও ১১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ১৫২ জন।
৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় ২৮ হাজার ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নারী ৭০ শতাংশের বেশি। একই সময়ে আহত হয়েছে ৬৭ হাজার ৬১১ জন।
ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজার ৭০ শতাংশেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। উপত্যকাটির ২৩ লাখ বাসিন্দার মধ্যে ৮৫ শতাংশ বা প্রায় ২০ লাখ বাস্তুচ্যুত হয়েছে।
গাজায় ইসরায়েলি হামলা চার মাস অতিক্রম করছে। এখন দক্ষিণ গাজার মিসরে সীমান্তের রাফাহ ক্রসিং অঞ্চলে স্থল অভিযান শুরু করছে ইসরায়েল। এখানে স্থানচ্যুতদের প্রায় ১০ লাখ আশ্রয় নিয়েছে। তাই এখানে হামলা চালালে প্রাণহানি অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
রমজান মাস শুরুর আগেই রাফায় অভিযান শেষ করার তাগিদ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) যুদ্ধকালীন মন্ত্রিসভায় বৈঠকে নেতানিয়াহু এ আদেশ দিয়েছেন।
সূত্র : রয়টার্স, আলজাজিরা