× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমরান খান ধর্মীয় সীমারেখা অতিক্রম করেছেন: মন্ত্রী

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২ ১৫:৩৭ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২২ ১৬:০৮ পিএম

ইমরান খানের হত্যাচেষ্টা নিয়ে কথা বলছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ৪ নভেম্বর দেশেটির জাতীয় সংসদে। ছবি: সংগৃহীত

ইমরান খানের হত্যাচেষ্টা নিয়ে কথা বলছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ৪ নভেম্বর দেশেটির জাতীয় সংসদে। ছবি: সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উপর হামলা নিয়ে নানা কথা হচ্ছে। পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় সংসদে দেশেটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শুক্রবার (৪ নভেম্বর) দাবি করেছেন, ইমরান খান ধর্মীয় সীমারেখা (রেড লাইন) অতিক্রম করেছিলেন, তাই তিনি আক্রান্ত হয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, খাজা আসিফ বলেছেন, ‘ইমরান খান আগের মত ফের এমন ভাষা ব্যবহার করেছেন, যা ধর্মী সীমারেখা অতিক্রম করেছে। এ কারণেই ওই ব্যক্তি (আটক ব্যক্তি) তাকে আক্রমণ করেছেন। গতকাল (বৃহস্পতিবার) যে ঘটনা ঘটেছে, সন্দেহজনক যে ভিডিওটি (আটক ব্যক্তির জবানবন্দি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, তাতে এটা স্পষ্ট যে, ধর্মান্ধরাই এ হামলা চালিয়েছে।’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে হামলার পেছনে যদি কোনো (পরিকল্পিত) ষড়যন্ত্র থেকে থাকে, আমরা তা  শিগগির খোঁজে বের করব। এ জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।’

তবে এ প্রভাবশালী রাজনীতিবিদ এও বলেছেন, ‘এ ঘটনাকে রাজনৈতিক চেহারা দেওয়ার চেষ্টা করা হলে, মনে রাখবেন, এর কোনো কূলকিনারা হবে না। কোনো চূড়ান্ত ফল ছাড়ায় এ ঘটনা ইতিহাসের অন্ধকার গলিতে হারিয়ে যাবে।’

প্রসঙ্গত, আগাম নির্বাচনের দাবিতে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে ২৮ অক্টোবর লংমার্চ শুরু করেন ইমরান খান। সাত দিনের মাথায় বৃহস্পতিবার (৩ নভেম্বর) লংমার্চটি পাঞ্জাবের ওয়াজিরাবাদে পৌঁছে। সেখানে একটি পিকআপ ভ্যানে ভাষণ দেওয়ার আগ মুহূর্তে এক অস্ত্রধারী ইমরান খানকে লক্ষ্য করে গুলি শুরু করেন। এতে খানের ডান পায়ের গোড়ালিতে একটি গুলি লাগে। গুলি লাগে তার দলের আরও তিন নেতার গায়ে। তারা সবাই শঙ্কামুক্ত। কিন্তু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই পিটিআইয়ের এক কর্মী নিহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রধারীকে আটক করেছে। পরে আটক ব্যক্তির এক ভিডিও জবানবন্দি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অভিযুক্ত ওই ব্যক্তি দাবি করেন, ইমরান খান জনগণকে বিভ্রান্ত করছিলেন, যা তিনি আর সহ্য করতে পারছিলেন না। তাই তিনি ইমরান খানকে হত্যা করতে চেয়েছিলেন। শুধু ইমরান খানকে হত্যা করতেই তিনি অস্ত্র হাতে তুলে নিয়ে ছিলেন।

পাঞ্জাব পুলিশের দাবি, এ ভিডিও জবানবন্দি ভুয়া নয়। এটা সত্যিই ওই অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি। কিন্তু পিটিআইয়ের মুখপাত্র ফুয়াদ চৌধুরীর দাবি, ‘ইমরান খানের হত্যাচেষ্টা পরিকল্পিত। ইমরান খানকে হত্যা করতেই তা করা হয়েছে।’ কিন্তু কারা এ পরিকল্পনা করেছের, তা সম্পর্কে পিটিআইয়ের এ নেতা কোনো কিছু বলেননি। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা