× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের নির্বাচন

‘মোবাইল সেবা বন্ধ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৫ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১২ পিএম

নিরাপত্তার অজুহাতে ভোটের দিন সারা দেশে মোবাইল সেবা বন্ধ রেখেছে পাকিস্তান। ছবি : সংগৃহীত

নিরাপত্তার অজুহাতে ভোটের দিন সারা দেশে মোবাইল সেবা বন্ধ রেখেছে পাকিস্তান। ছবি : সংগৃহীত

পাকিস্তানে আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের দিন মোবাইল সেবা স্থগিত রাখার সিদ্ধান্ত ভোটের ফল প্রশ্নবিদ্ধ করবে বলে মন্তব্য করেছে হিউম্যান রাইটস কাউন্সিল। সরকারের এ সিদ্ধান্তকে দুঃখজনক ও উদ্বেগের বলে মনে করে জাতিসংঘের মানবাধিকার সংস্থাটি।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সরকারের সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করবে। ভোটের দিন মোবাইল সেবা একটি মৌলিক অধিকার।

মোবাইল সেবা বন্ধ রাখার বিষয়ে পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা বলেছেন, ‘এ সিদ্ধান্ত ভোটগ্রহণ বাধাগ্রস্ত করবে না। কারণ আমাদের ভোটগ্রহণ ডিজিটালি হচ্ছে না। সব প্রস্তুতি অ্যানালগে নেওয়া হয়েছে।’

অন্যদিকে অবিলম্বে মোবাইল সেবা চালুর আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি। সমাজমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পাকিস্তানে ভোটগ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সারা দেশে মোবাইল সেবা স্থগিত করা হয়েছে। তবে ওয়াইফাই সেবা এখন পর্যন্ত চালু আছে।

কিছু গণমাধ্যম বলছে ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে। কিন্তু পাকিস্তানের প্রথম সারির কোনো গণমাধ্যম থেকে এটি নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে নেতাদের সমাজমাধ্যমে পোস্ট দিতে দেখা গেছে।

এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভোট কেন্দ্র করে দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। তাই সারা দেশে মোবাইল সেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচনের আগের দিন বুধবার বেলুচিস্তানে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ২৮ ব্যক্তি নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত। এবার দেশটিতে প্রায় ১২ কোটি ৮০ লাখ ভোটার। এর প্রায় অর্ধেকের বয়স ৩৫-এর নিচে।

প্রার্থী ৫ হাজারের বেশি। নারী ৩১৩ জন। ৯০ হাজার ৬৭৫ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

সূত্র : আলজাজিরা, জিওনিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা