প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪২ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৪৪ এএম
ভয়াবহ আগুনে পুড়ে যাচ্ছে চিলির ভিনা দেল মা শহরের বন ও বাসস্থান। ছবি : সংগৃহীত
চিলিতে ভয়াবহ দাবানলে অন্তত ৫১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। আহতদের অনেকের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণ আমেরিকার দেশ চিলির ভালপারাইসো অঞ্চলে শুক্রবার (২ ফেব্রুয়ারি) দাবানল শুরু হয়েছে। দাবানল কবলিত অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে হেলিকপ্টারসহ নানাভাবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চলছে।
চিলির প্রেসিডেন্ট গেবরিয়েল বরিক শনিবার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে ছয়জন । নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এমনটা আশঙ্কা করছেন তিনি।
পরবর্তীতে রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যমে নিহতের সংখ্যা ৫১ বলে উল্লেখ করা হয়।
ভালপারাইসোর জাতীয় বনায়ন কর্পোরেশনের পরিচালক লিওনার্দো মোডার শনিবার সকালে জানান, আমাদের বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বাতাসের এ গতি আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী তোহা আরও বলেন, দেশজুড়ে ৯২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪৩,০০০ হেক্টরের বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
চিলির জাতীয় বন কর্তৃপক্ষের (সিওএনএএফ) তথ্যমতে, ভালপারাইসোর প্রায় ৭,০০০ হেক্টর ভূমি ইতোমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে।
চিলির পাশাপাশি দক্ষিণ আমেরিকার অন্য দেশ কলম্বিয়া, আর্জেন্টিনা, পেরুগুয়ে এবং ব্রাজিলেও তাপমাত্রা বাড়ছে। সেখানে দাবানল দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।