× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইজেরিয়ায় প্রাসাদে ঢুকে রাজাকে গুলি করে হত্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩৫ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৪৪ পিএম

কোয়ারা রাজ্যের রাজা সেগুন আরেমু। ছবি : সংগৃহীত

কোয়ারা রাজ্যের রাজা সেগুন আরেমু। ছবি : সংগৃহীত

নাইজেরিয়ায় প্রাসাদে ঢুকে রাজাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া তার স্ত্রীসহ একজনকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির দক্ষিণ-পশ্চিমে কোয়ারা রাজ্যের রাজা সেগুন আরেমুকে হত্যা ও অপহরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন গভর্নর আব্দুলরহমান আব্দুলরাজ্জাক। এটিকে বেপরোয়া, জঘন্য ও ন্যাক্কারজনক উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার শপথ নিয়েছেন তিনি। পুলিশ বলছে, অপরাধীদের ধরতে তাদের অভিযান চলছে।

বৃহস্পতিবার রাতে প্রসাদে ওই হামলা চালানো হয়। তবে বন্দুকধারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বা তাদের দাবি সম্পর্কে পরিষ্কার হওয়া যায়নি।

নিহত রাজা একজন অবরপ্রাপ্ত সেনা জেনারেল। তার অফিসিয়াল উপাধি ছিল ‘ওলুকোরো অব কোরোর’।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গেল মে মাসে প্রেসিডেন্ট বোলা টিনুবু দায়িত্ব গ্রহণ করেন। এর পর থেকে এখন পর্যন্ত এক হাজার ৮০০ জন অপহরণের শিকার হয়েছেন। এর প্রতিবাদে জরুরি অবস্থার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল অর্ধশতাধিক সিভিল সোস্যাইট গ্রুপ। তাদের দাবি জানানোর কয়েক দিনের মধ্যেই এ ঘটনা ঘটল। 

এর আগে একিত রাজ্যের কাছে পাঁচ স্কুলছাত্র ও চার শিক্ষককে অপহরণ করা হয়। তাদের মুক্তি দিতে ১০০ মিলিয়ন নাইরা দাবি করে অপহরণকারীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা