× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১০:১৫ এএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১০ এএম

হেমন্ত সোরেন। ছবি : সংগৃহীত

হেমন্ত সোরেন। ছবি : সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে দেশটির আর্থিক কেলেঙ্কারির তদন্তকারী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার (৩১ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে বুধবার সন্ধ্যায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) এ সভাপতি রাজ্যটির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যগ করেন।

ক্ষমতাসীন জেএমএমের আরেক জ্যেষ্ঠ নেতা চাম্পাই সোরেন এখন রাজ্যটির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। তিনি বর্তমানে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

একটি জমি কেলেঙ্কারির মামলায় অর্থ পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সোরেনকে গত মাসে তলব করেছিল ইডি। রাজ্যের রাজধানী রাঁচিতে অবৈধ খনন ও জমি কেলেঙ্কারির দুটি মামলা ইডিতে তদন্তাধীন।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই হেমন্তর দিল্লির বাড়িতে ১৩ ঘণ্টার তল্লাশি অভিযান চালান ইডি কর্মকর্তারা। অভিযানে কিছু গুরুত্বপূর্ণ নথি, নগদ ৩৬ লাখ রুপি ও বিএমডব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি।

আর্থিক দুর্নীতির মামলায় ইডি হেমন্ত সোরেনকে নয়বার তলব করে। প্রতিবারই তিনি এড়িয়ে গেছেন। শনিবার তাকে পুনরায় তলব করেছিল ইডি। ২৭ থেকে ৩১ জানুয়ারির মধ্যে হেমন্তকে দিল্লির ইডি কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। কোনো সাড়া না পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়।

পরিস্থিতি সামাল দিতে হেমন্তর সরকারি বাসভবন, কার্যালয় এবং রাঁচিতে ইডি দপ্তরের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়। সোমবার গভীর রাত পর্যন্ত সেখানে ছিলেন হেমন্তর দলের বিধায়করা। লোকসভা নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে হেমন্তকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে বলে দাবি তার দল এবং সমর্থকদের।

সূত্র : স্ক্রলডটইন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা