প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ০০:১৭ এএম
পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রেহান জেব খান। প্রবা ফটো
পাকিস্তানের বাজাউর জেলায় পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
বুধবার (৩১ জানুয়ারি) সিদ্দিকবাজার এলাকায় রেহান জেব খান নামের ওই প্রার্থীকে গুলি করা হয় বলে জানায় পুলিশ।
বেলুচিস্তানের সিবিতে পিটিআইয়ের শোভাযাত্রায় বোমা হামলা চালিয়ে চারজনকে হত্যার পর দিন এ খবর এলো।
খার পুলিশ স্টেশনের কর্মকর্তা বলেন, নির্বাচনী প্রচার চালানোর সময় রেহানের গাড়ি লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা শহরের হাসপাতালে নেওয়া হয়।
বাজাউর জেলা পুলিশের কর্মকর্তা খাসিফ জুলফিকার ডনকে বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি টার্গেটেড কিলিং। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
এ ঘটনায় তীব্র শোক জানিয়েছে পিটিআই। দলটি বলছে, অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন (ন্যাশনাল অ্যাসেম্বলি) পিটিআই সমর্থিত প্রার্থী ছিলেন রেহান। নির্বাচনের আগে প্রার্থী ও জনসমাবেশে হামলা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচনী শোভাযাত্রায় হামলার পর প্রার্থীকে গুলি করে হত্যার ঘটনা তত্ত্ববধায়ক সরকারের ব্যর্থতাও।
এক বিবৃতিতে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে পিটিআই। এ ছাড়া পিটিআই সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে হামলা ও হত্যার বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
অভিযোগ আছে, একটি বিশেষ দলকে ক্ষমতায় বসাতে কাজ করছে দেশটির তত্ত্বাবধায়ক সরকার।
পিটিআই নেতা ব্যারিস্টার গোহার আলী খান তীব্র শোক প্রকাশ করে বলেন, পিটিআই প্রার্থীদের মনোবল দুর্বল করে দেওয়ার পাশাপাশি দলকে নির্বাচনের বাইরে রাখতে একটি অগ্রহণযোগ্য পরিকল্পনা তৈরি করা হয়েছে।
পিটিআইয়ের হামমাদ আজহার বলেন, রেহান তরুণ্যের প্রতীক ছিলেন। তিনি দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।