× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালিতে স্বর্ণখনিতে নিহত ৭৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ১৩:০৪ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ১৩:১৪ পিএম

মালির কোফ্লাটি অঞ্চলের স্বর্ণখনির দৃশ্য। ছবি : সংগৃহীত

মালির কোফ্লাটি অঞ্চলের স্বর্ণখনির দৃশ্য। ছবি : সংগৃহীত

মালিতে একটি স্বর্ণখনিতে সুড়ঙ্গ ধসে অন্তত ৭৩ জন প্রাণ হারিয়েছেন। স্বর্ণখনিটিতে প্রায় ২০০ জন শ্রমিক কাজ করছিল। বাকিদের উদ্ধারে কাজ চলছে। 

গত সপ্তাহে এ দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা তা গণমাধ্যমকে জানিয়েছেন বুধবার (২৪ জানুয়ারি)। 

জানা গেছে, পশ্চিম আফ্রিকার দেশ মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাঙ্গাবা শহরের কাছে এ দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে। 

মালির ন্যাশনাল জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা করিম বেথে বুধবার বলেছেন, হঠাৎ আমরা একটি বিকট আওয়াজ শুনতে পাই। এর পরই আমাদের পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করে। দুর্ঘটনার সময় খনিতে ২০০ জনেরও বেশি শ্রমিক ছিল।

মালির খনি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কী কারণে এই ধসের ঘটনা ঘটেছে, তা তারা নিশ্চিত নন। বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা এই ধসের কারণে গভীরভাবে শোকাহত। মন্ত্রণালয় এলাকার খনিশ্রমিক ও সংশ্লিষ্টদের নিরাপত্তার প্রয়োজনীয় শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে। 

মালি বিশ্বের অন্যতম স্বর্ণ উৎপাদনকারী দেশ। ২০২২ সালে দেশটি ৭২ দশমিক ২ টন স্বর্ণ উৎপাদন করে।

কিন্তু মালির অধিকাংশ স্বর্ণখনিতে শ্রমিক আইন যথাযথভাবে মানা হয় না। ফলে সেখানে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। 

সূত্র : আলজাজিরা



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা