× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরাক ও ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ১৩:০৩ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ১৩:২৩ পিএম

ইয়েমেনে হুতিদের সামরিক স্থাপনায় হামলা করতে ছুড়ছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান। ২৩ জানুয়ারি লোহিত সাগরে। ছবি : সংগৃহীত

ইয়েমেনে হুতিদের সামরিক স্থাপনায় হামলা করতে ছুড়ছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান। ২৩ জানুয়ারি লোহিত সাগরে। ছবি : সংগৃহীত

ইরাকে ইরান সমর্থিত কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় বুধবার মধ্যরাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় একই সময়ে ইয়েমেনে হুতিদের সামরিক স্থাপনায়ও হামলা চালিয়েছে দেশটি। 

বুধবার (২৪ জানুয়ারি) যুক্তরাজ্যের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম আলাদা দুটি বিবৃতিতে এসব কথা জানিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও এসব হামলার কথা নিশ্চিত করেছেন।

ইরাকে বুধবারের হামলায় অন্তত দুজন মিলিশিয়ান নিহত ও চারজন আহত হয়েছে। অন্যদিকে ইয়েমেনে হামলায় হুতিদের দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে। ক্ষেপণাস্ত্র দুটি লোহিত সাগরে ছোড়ার জন্য লোড করা হয়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তার এক বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ ও অন্য গোষ্ঠীদের দ্বারা ব্যবহৃত তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে। ইরাক ও সিরিয়ার অবস্থানকারী যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ঘাঁটিতে সাম্প্রতিক হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে।’ 

শনিবার (২০ জানুয়ারি) ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় যুক্তরাষ্ট্রের চার সেনা আহত হয়।

৭ অক্টোবর ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাক ও সিরিয়ায় অবস্থানকারী যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সেনাঘাঁটিতে হামলা হচ্ছে। এসব হামলার জন্য ইরান সমর্থিত স্থানীয় সশস্ত্র গোষ্ঠীদের দায়ী করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরু হওয়ার পর তারা অন্তত ১৫০ বার হামলা চালিয়েছে। জবাবে যুক্তরাষ্ট্রও সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। 

সিরিয়ায় ৯০০ ও ইরাকে প্রায় ২ হাজার ৫০০ জন যুক্তরাষ্ট্রের সেনাসদস্য রয়েছে। ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান রোধে তারা স্থানীয় বাহিনীকে পরামর্শ ও সহায়তা করে। 

যুক্তরাষ্ট্রের দাবি, স্থানীয় সরকার ও গোষ্ঠীর আহ্বানে তাদের সেনারা সেখানে অবস্থান করছে। কিন্তু ইরাক সরকার গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রকে তাদের সেনা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে। অন্যদিকে সিরিয়ার বাশার আল-আসাদ সরকার নিজ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সেনা কখনও মেনে নেয়নি। 

গাজায় হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কার্গো জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতিরা। জবাবে হুতিদের ওপরও পাল্টা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় বুধবার রাত ২টা ৩০ মিনিটের সময় ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবারও (২২ জানুয়ারি) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হুতিদের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। 

এ নিয়ে চলতি মাসে নয়বার ইয়েমেনে হামলা চালালো যুক্তরাষ্ট্র। এসব হামলার দুটিতে অংশ নিয়েছে যুক্তরাজ্য। 

যুক্তরাষ্ট্র অষ্টমবারের মতো হুতিদের ওপর হামলা চালিয়েছে এবং  যুক্তরাজ্য এতে দ্বিতীয়বার অংশগ্রহণ করেছে।

সূত্র : গার্ডিয়ান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা