× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীন-কিরগিজস্তান সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৬:২১ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১৬:৩৩ পিএম

চীনে ভূমিকম্পের পর চলছে উদ্ধার তৎপরত। ছবি : সংগৃহীত

চীনে ভূমিকম্পের পর চলছে উদ্ধার তৎপরত। ছবি : সংগৃহীত

চীনের আকসু প্রদেশের উশু কাউন্টিতে মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ২টার পরপর ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। উশু কাউন্টি চীনের কিরগিজস্তান সীমান্তবর্তী অঞ্চল।

ভূমিকম্পের পরপরই উশু কাউন্টিতে ২০০ উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। ভূমিকম্পে অন্তত ছয়জন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধসে পড়েছে ১২০টির বেশি বাড়ি।

ভূমিকম্পের কারণে উশু কাউন্টির পাশাপাশি চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলেও ৪৭টি বাড়ি ধসে পড়েছে এবং ৭৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে কিছু কৃষি অবকাঠামো ধসে পড়েছে।

ভূমিকম্পে বিদ্যুৎলাইন বিচ্ছিন্ন হয়ে পড়লেও দ্রুতই সংযোগ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আকসু কর্তৃপক্ষ।

প্রথম ভূমিকম্পের পর উল্লিখিত অঞ্চলে একাধিক আফটারশক অনুভূত হয়েছে। এর মধ্যে একটির মাত্র ছিল ৪ দশমিক ৫ মাত্রার।

চীনে আঘাত হানা ভূমিকম্প প্রতিবেশী কিরগিজস্তান ও কাজাখস্তানেও অনুভূত হয়েছে। কাজাখস্তানের আলমাটি শহরের বাসিন্দারা বাড়ি নড়তে এবং আসবাবপত্র সরে যেতে দেখে ভবন থেকে বেরিয়ে আসে এবং রাস্তায় আশ্রয় নেয়। সেখানে অন্তত ৪৪ ব্যক্তি আহত হয়েছে।

১৪০০ কিলোমিটার দূরে অবস্থিত ভারতের নয়াদিল্লিতেও ভূমিকম্পটির কম্পন অনুভব করা গেছে।

আগের দিন সোমবার (২২ জানুয়ারি) চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে ভূমিধসে অন্তত ৪৭ জন মাটিচাপা পড়েছে। সোমবার ভোর ৫টা ৫১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত সেখানে ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে গানসু প্রদেশে ভূমিকম্পে ১৪৮ জন নিহত হয়। ইউনান প্রদেশে ২০১৪ সালে এক প্রাণঘাতী ভূমিকম্পে ৬০০ মানুষ প্রাণ হারায়।

সূত্র : দ্য গার্ডিয়ান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা