× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৪:২০ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১৪:৫৬ পিএম

সন্দেহভাজন রোমিও ন্যান্স ও তার ব্যবহৃত গাড়ি। ছবি : সংগৃহীত

সন্দেহভাজন রোমিও ন্যান্স ও তার ব্যবহৃত গাড়ি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দুই দিনে বন্দুক হামলায় আটজন নিহত হয়েছে। পরবর্তীতে সন্দেহভাজন রোমিও ন্যান্সের মরদেহ মূল ঘটনাস্থল থেকে ১ হাজার ২০০ মাইল দূর থেকে উদ্ধার করা হয়েছে। শনি ও রবিবার (২০ ও ২১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের জোলিয়েট শহর ও টেক্সাসে এসব ঘটনা ঘটেছে। 

সোমবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে জোলিয়েট পুলিশ প্রধান বিল ইভান্স এসব তথ্য জানিয়েছেন। 

জানা গেছে, ইলিনয়ের জোলিয়েটের ওয়েস্ট একর রোডের ২২০০ ব্লকের একটি বাসা থেকে পাঁচজন এবং পার্শ্ববর্তী ২২২৫ ব্লকের আরেকটি বাসা থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, রোমিও ন্যান্স রবিবার এই দুই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। 

এ সাত মরদেহ শনাক্ত হয়েছে মূলত আরেকটি হত্যাকাণ্ডের সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করতে গিয়ে। আগের দিন শনিবার একই এলাকায় এক ব্যক্তি বন্দুক হামলায় নিহত হয়। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ উল্লিখিত সাতজনের মরদেহ উদ্ধার করে। 

এ তিন হত্যাকাণ্ডের জন্য রোমিও ন্যান্সকে সন্দেহভাজন মনে করার কারণ হলো টয়োটার লাল ক্যামরি গাড়ি। এ গাড়িটি যে তিন স্থানে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার প্রতিটি স্থানে দেখা গেছে। আর এটি ব্যবহার করত ন্যান্স। 

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের পুলিশ ও বিভিন্ন বিভাগের নিরাপত্তা বাহিনীর সদস্যরা রোমিও ন্যান্সকে গ্রেপ্তারের অভিযান শুরু করে। সোমবার মধ্যরাতে ইলিনয় রাজ্যের মূল ঘটনাস্থল থেকে প্রায় ১ হাজার ২০০ মাইল দূরে টেক্সাস রাজ্যে রোমিও ন্যান্সকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি হলে রোমিও ন্যান্স নিজের সঙ্গে থাকা হ্যান্ডগান দিয়ে আত্মহত্যা করে। 

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা একটি সাধারণ ঘটনা। বন্দুক হামলা ও বন্দুক সহিংসতা মোকাবিলায় হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, চলতি বছরের প্রথম তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮৭৫ জন প্রাণ হারিয়েছে। 

সূত্র : সিবিএস, এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা