× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৬ বছরের মধ্যে সবচেয়ে বড় মহড়ায় ন্যাটো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪ ১৭:১৯ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪ ১৮:৫৩ পিএম

ইউরোপে মহড়ায় যুক্তরাষ্ট্রের সেনাসদস্যরা। ২০২৩ সালের ২৯ মে বুলগেরিয়ায়। ছবি : সংগৃহীত

ইউরোপে মহড়ায় যুক্তরাষ্ট্রের সেনাসদস্যরা। ২০২৩ সালের ২৯ মে বুলগেরিয়ায়। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো ৩৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে। আগামী সপ্তাহ থেকে ইউরোপের বিভিন্ন দেশে ‘স্টিডফাস্ট ডিফেন্ডার ২০২৪’ নামের এ মহড়ায় ৩২ দেশের প্রায় ৯০ হাজার সেনা অংশ নেবেন। মহড়া চলবে মে মাসের শেষ পর্যন্ত। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ন্যাটোর সুপ্রিম অ্যালায়েড কমান্ডার ফর ইউরোপ ক্রিস্টোফার ক্যাভোলি এ ঘোষণা দিয়েছেন। 

মহড়ায় ৫০টির বেশি যুদ্ধজাহাজ, ৮০টির বেশি যুদ্ধবিমান থাকবে। ব্যবহার করা হবে ১৩৩টি ট্যাংকসহ অন্তত ১ হাজার ১০০টি যুদ্ধযান। ন্যাটোর ৩১ সদস্যের বাইরে সুইডেনও মহড়ায় অংশ নেবে। দেশটি জোটটিতে যোগদানের দ্বারপ্রান্তে রয়েছে। 

মহড়ার উদ্দেশ্য সম্পর্কে ক্রিস্টোফার ক্যাভোলি বলেন, ‘আমাদের নিকট-সমকক্ষ একটি শক্তির সঙ্গে সংঘাতের সব আলামত দেখা যাচ্ছে। এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে তা যথাযতভাবে মোকাবিলা করার প্রস্তুতির জন্য এ মহড়া।’ 

বিবৃতিতে কোথাও রাশিয়ার নাম উল্লেখ করেননি ক্যাভোলি। তবে রাশিয়াকে লক্ষ্য করেই ন্যাটো বড় ধরনের এ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। 

১৯৮৮ সালে স্নায়ুযুদ্ধের উত্তুঙ্গ সময়ে ১ লাখ ২৫ হাজার সেনা নিয়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় মহড়া চালিয়েছিল ন্যাটো। ‘রিফরজার’ নামের ওই মহড়ার অজুহাতে তৎকালীন পশ্চিম জার্মানিতে ন্যাটোর বিপুল সেনা মোতায়েন করা হয়েছিল। 

তখন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ন্যাটোর সংঘাত অনিবার্য বলে মনে করত যুক্তরাষ্ট্র। কিন্তু ১৯৯০ সালে বার্লিন দেয়ালের পতন ও পরের বছর সোভিয়েত রাশিয়ার বিলুপ্তি ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের শঙ্কা মিথ্যা প্রমাণিত হয়। 

সর্বশেষ ২০১৮ সালে ‘এক্সারসাইজ ট্রাইডেন্ট জংচার’ নামের আরেকটি বড় সামরিক মহড়া করেছিল ন্যাটো। এতে অংশ নিয়েছিল ৫০ হাজার সেনা।  

সূত্র : আরটি, আলজাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা