প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৫:২৬ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ১৬:০৬ পিএম
কিছু পর্যটককে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। ১৪ জানুয়ারি জিনজিয়াং প্রদেশের বুরকিন কাউন্টিতে। ছবি : সংগৃহীত
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশের হেমুত গ্রামে নজিরবিহীন তুষারপাতে প্রায় ১ হাজার পর্যটক আটকা পড়েছে। হেমু ও তার আশপাশের এলাকা ও সড়কে ৩ ফুট থেকে ২১ ফুট পর্যন্ত তুষারস্তূপ জমে গেছে। সঙ্গে আছে তুষারঝড়। আটকা পড়াদের উদ্ধারের তৎপরতা চলছে।
চীনের জিনজিয়াং প্রদেশের সঙ্গে কাজাখস্তান, রাশিয়া এবং মঙ্গোলিয়ার সীমান্ত রয়েছে। হেমু গ্রামটি সেই সীমান্ত এলাকায়। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে গ্রামটিতে সারা বছরই চীনের বিভিন্ন অঞ্চল ও এই তিন দেশ থেকে আগত পর্যটকদের আনাগোনা থাকে।
চীনের সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, রবি ও সোমবারের ব্যাপক তুষারপাত ও বৃষ্টির কারণে গ্রামটির সঙ্গে অন্য অঞ্চলের সব সংযোগ সড়ক বন্ধ হয়ে গেছে। জমে থাকা তুষারের পরিমাণ এত বিপুল যে শিগগির সেগুলো পরিষ্কার করে সড়কগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাও সময় সাপেক্ষ।
ইতোমধ্যে অবশ্য কয়েকজন পর্যটককে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে তবে এখনও আটকে আছেন প্রায় ১ হাজার পর্যটক।
সূত্র : রয়টার্স