× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশকে আইনের শাসন নিশ্চিত করতে হবে : জাতিসংঘ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১১:০৫ এএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ১১:৪৫ এএম

স্টিফেন ডুজারিক। ছবি : সংগৃহীত

স্টিফেন ডুজারিক। ছবি : সংগৃহীত

বাংলাদেশে সব দলকে সহিংসতা পরিহার করতে হবে। সরকারকে মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করতে হবে। নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেছেন।

স্টিফেন ডুজারিককে ওই সাংবাদিক বলেন, বাংলাদেশে চলতি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ হয়েছে। কিন্তু বিএনপি সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করেছে।

এ পর্যায়ে স্টিফেন ডুজারিক বলেন, কী ঘটেছে আমার সেটা জানার প্রয়োজন নেই। আপনার প্রশ্নটা কী?

এবার ওই সাংবাদিক বলেন, বিএনপি নির্বাচনের সময় সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। তাদের সন্ত্রাসী কাণ্ড নিয়ে জাতিসংঘের অবস্থান কী?

উত্তরে স্টিফেন ডুজারিক বলেন, এ নির্বাচন নিয়ে আপনার একজন সহকর্মী আমাকে প্রশ্ন করেছিলেন। আমি আগে যা বলেছি এখনও তাই বলব। তা হলো সব দলের প্রতি সব রকম সহিংসতা পরিহার করার আহ্বান জানাই। মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানাই। 

ওই সাংবাদিক ফের জানতে চান, যাত্রীবোঝাই বাস ও ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। জাতিসংঘ কি এসবের নিন্দা জানাবে না?

উত্তরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, সহিংসতা যে-ই করুক তাকে আমরা ক্ষমা করি না।

সূত্র : জাতিসংঘের ওয়েবসাইট

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা