× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্লাইট বিলম্বের ঘোষণা দিতেই পাইলটকে ঘুসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ১২:১২ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ১২:২৯ পিএম

যাত্রীর এমন আচরণে বিমানের সবাই হতভম্ব হয়ে যায়। ছবি : সংগৃহীত

যাত্রীর এমন আচরণে বিমানের সবাই হতভম্ব হয়ে যায়। ছবি : সংগৃহীত

‘ঘন কুয়াশার কারণে বিমান ছাড়তে একটু বিলম্ব হবে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’ এ ঘোষণা দিতেই ছুটে গিয়ে পাইলটকে ঘুসি মেরেছেন এক যাত্রী। সোমবার (১৫ জানুয়ারি) ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ইন্ডিগোর একটি ফ্লাইটে এ ঘটনা ঘটেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে পাইলটকে ঘুসি মারার ভিডিওটি ভাইরাল হয়েছে। এটা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। 

ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে, কুয়াশার কারণে ফ্লাইট ওঠা-নামায় দেরি হচ্ছে। ফ্লাইট ডিউটির সময় পরিবর্তন হওয়ায় একপর্যায়ে পাইলটও পরিবর্তন হয়। নতুন পাইলট এসে ফ্লাইট আরও বিলম্ব হওয়ার কথা ঘোষণা করতেই হলুদ হুডি পরা এক ব্যক্তি উঠে গিয়ে পাইলটকে ঘুসি মারেন।

ফ্লাইটের একদম শেষ সারিতে বসেছিলেন ওই যাত্রী। পাইলট বিলম্বের কথা ঘোষণা করতেই তিনি নিজের আসন থেকে উঠে দৌড়ে বিমানের একদম সামনে যান এবং পাইলটকে ঘুসি মারেন।

গোটা ঘটনায় হকচকিয়ে যান সকলে। অভিযুক্ত ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, বিমান চালানোর হলে চালাও, না হলে গেট খোলো…।

এদিকে এই ঘটনায় কেঁদে ফেলেন এক বিমানবালা। তিনি বলেন, আপনি যা করলেন, তা ভুল। আপনি এটা করতে পারেন না।

ফ্লাইট ছাড়তে বেশ কয়েক ঘণ্টা বিলম্ব হওয়ার কারণে আগের ক্রু সদস্যের জায়গায় এসেছিলেন ওই পাইলট। অভিযুক্ত ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘন কুয়াশার কারণে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে সোমবার ১৬৮টি ফ্লাইট বিলম্ব হবে বলে জানানো হয়েছে। বাতিল করা হয়েছে ৮৪টি ফ্লাইট। 

সোমবার দিল্লিতে তাপমাত্রা ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। চলতি শীতে দিল্লিতে এখন পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রা। 

সূত্র : এনডিটিভি, স্ক্রলডটইন





শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা