× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেলোসির বাড়িতে হামলাকারীর হতে পারে ৫০ বছরের জেল

প্রবা ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২ ১৪:০২ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২২ ১৪:৫১ পিএম

পেলোসি দম্পতি। ছবি : সংগৃহীত

পেলোসি দম্পতি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে অপহরণ চেষ্টা ও তার স্বামী পল পেলোসিকে হামলা ও হেনস্তার দায়ে হামলাকারীর বিরুদ্ধে কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে হামলাকারী ডেভিড ডিপেপের ৫০ বছরের কারাদণ্ড হতে পারে।

বিবিসি জানিয়েছে, সোমবার (৩১ অক্টোবর) দেশটির বিচার বিভাগ দুটি গুরুতর অপরাধে হামলাকারী ব্যক্তিকে অভিযুক্ত করেন। এর মধ্যে একটি প্রতিশোধ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তার পরিবারের সদস্যকে লাঞ্ছিত করা; যার সর্বোচ্চ শাস্তি ৩০ বছরের কারাদণ্ড। তার বিরুদ্ধে ন্যান্সিকে অপহরণ চেষ্টার অভিযোগও রয়েছে; যার সর্বোচ্চ শাস্তি ২০ বছর।

ডেভিডকে সান ফ্রান্সিসকোর একটি কারাগারে রাখা হয়েছে এবং মঙ্গলবার আদালতে হাজির করা হবে।

এর আগে শুক্রবার হামলাকারী হাতুড়ি নিয়ে সান ফ্রান্সিসকোয় স্পিকার ন্যান্সি পেলোসির বাড়িতে আক্রমণ চালান। এ সময় ডেভিড পল পেলোসির ওপর হামলার পর তার স্ত্রী ও ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ নেতা ন্যান্সি পেলোসিকে খুঁজছিলেন।

হামলাকারী বাড়ির ভেতরে ঢুকেই ‘ন্যান্সি কোথায়?’ বলে চিৎকার করতে থাকেন। কিন্তু ওই সময় বাড়িতে ছিলেন না ন্যান্সি।

পুলিশপ্রধান বলেন, ‘এটি এলোমেলো কোনো কাজ নয়। এ হামলা উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনার আসল কারণ জানতে তদন্ত করা হচ্ছে।’

বিচার বিভাগ বলেছে, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের সময় তার কাছে একটি টেপ, সাদা দড়ি, হাতুড়ি ও জিপ টাই ছিল।

আদালতের নথিতে বলা হয়, ডেভিড ন্যান্সিকে অপহরণের পরিকল্পনা করছিলেন। তাকে কিছু নিয়ে মিথ্যা বললে ন্যান্সির হাঁটু ভেঙে দেওয়ার পরিকল্পনাও করেন বলে তাতে উল্লেখ করা হয়।

হামলাকারী পুলিশকে আরও জানান, ন্যান্সি পেলোসি যদি আহত হন, তবে কংগ্রেসে প্রবেশের সময় তাকে হুইলচেয়ার ব্যবহার করতে হবে; যা অন্য রাজনীতিবিদদের কাছে একটা বার্তা পাঠাবে।

সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নিও সোমবার ডেভিডের বিরুদ্ধে আরও ছয়টি অভিযোগ আনেন; যার মধ্যে হত্যার চেষ্টা, বয়স্কদের হেনস্তা করার পাশাপাশি আরও কিছু অভিযোগ থাকতে পারে।

ব্রুক জেনকিন্স বলেন, এ আক্রমণটি ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে হচ্ছে। হামলাকারীকে বিচারের সম্মুখীন হতে হবে।

হামলার সময় ওয়াশিংটন ডিসিতে থাকলেও স্বামীকে দেখতে হাসপাতালে ছুটে আসেন ন্যান্সি। ১৯৬৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ দম্পতি।

সোমবার সন্ধ্যায় ন্যান্সি পেলোসি এক বিবৃতিতে জানান, তার স্বামী পলের শরীরে দ্রুত অগ্রগতি হচ্ছে।

প্রবা/এনএস/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা