× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের ঘটনাপ্রবাহে চোখ রাখছে জাতিসংঘ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১৫:০৮ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ১৬:০০ পিএম

সহিংসতা থেকে দূরে থাকতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। ছবি : সংগৃহীত

সহিংসতা থেকে দূরে থাকতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। ছবি : সংগৃহীত

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে-পরে যা ঘটছে, তার নিয়মিত খোঁজ রাখছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নির্বাচন ঘিরে যেসব সহিংসতা হচ্ছে তা নিয়ে তিনি উদ্বিগ্ন। 

সোমবার (৮ জানুয়ারি) নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো এসব কথা বলেছেন।  

এক সাংবাদিক সোটো নিনোকে প্রশ্ন করেন, বাংলাদেশে সদ্যসমাপ্ত নির্বাচনে হাসিনা নিজেকে বিজয়ী দাবি করেছেন। অথচ হাজার হাজার সাধারণ মানুষ ও বিরোধী নেতাকর্মীদের জেলে আটক রেখেই এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমন একটি পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনকে জাতিসংঘ কী অবাধ ও সুষ্ঠু মনে করে?

উত্তরে সোটো নিনো বলেন, বাংলাদেশে কী ঘটেছে তা আমরা খেয়াল করছি। জাতিসংঘ মহাসচিবও সেখানে যা ঘটছে সেসব ঘটনার নিয়মিত খোঁজ-খবর রাখছেন। বিরোধী দলগুলোর নির্বাচন বয়কটের বিষয়ে মহাসচিব অবগত। ভিন্নমতের কণ্ঠরোধ এবং বিরোধী নেতাদের গ্রেপ্তারের বিষয়টিও তিনি জানেন। নির্বাচনী প্রচারণা এবং ভোটের দিনের সহিংসতার খবর শুনে তিনি উদ্বিগ্ন। 

এ মুখপাত্র বলেন, সহিংসতা থেকে দূরে থাকতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন নিশ্চিত করতেও আহ্বান জানিয়েছেন তিনি। গণতন্ত্রকে সংহত করতে ও অর্থনৈতিক উন্নতির জন্য এটি অপরিহার্য।

সূত্র : জাতিসংঘের ওয়েবসাইট


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা