× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের ভোট নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৫:৪৮ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১৬:১৫ পিএম

ভোটারদের সহায়তা করছেন পোলিং এজেন্টরা। ৭ জানুয়ারি সকালে রাজধানী ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে। ছবি : সংগৃহীত

ভোটারদের সহায়তা করছেন পোলিং এজেন্টরা। ৭ জানুয়ারি সকালে রাজধানী ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে। ছবি : সংগৃহীত

দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে উল্লেখযোগ্য সব আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদন করেছে। সবার সারকথা মোটামুটি একই। তারা বলছে, বিরোধীদের বর্জনের মধ্যে ভোটগ্রহণ চলছে। ভোটার উপস্থিতি কম। আওয়ামী লীগ টানা চতুর্থবার ক্ষমতায় আসতে যাচ্ছে, এটা নিশ্চিত করে বলা যায়।

প্রতিবেশী ভারতের আনন্দবাজার পত্রিকার শিরোনাম করা হয়েছে, অশান্তির আবহে নির্বাচন চলছে বাংলাদেশে, ভোট দিয়ে বেরিয়ে কী বললেন প্রধানমন্ত্রী হাসিনা?

হিন্দুস্তান টাইমসের সংবাদ শিরোনাম, ভোটের দিন বিরোধীদের সন্ত্রাসী দল বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এনডিটিভির লাইভ আপডেটের শিরোনাম, বিরোধীদের বর্জনের মধ্যে ভোটগ্রহণ শুরু। 

পাকিস্তানের দ্য ডনের প্রতিবেদনের শিরোনাম, বিরোধীদের বয়কট করা নির্বাচনে ভোট দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। 

নিউইয়র্ক টাইমসের সংবাদ শিরোনাম করা হয়েছে, ধরপাকড় ও বয়কটের মধ্যে ভোটগ্রহণ চলছে বাংলাদেশে। 

গার্ডিয়ানের প্রতিবেদনের শিরোনাম, চলছে ভোটগ্রহণ, পঞ্চমবার ক্ষমতায় আসছেন শেখ হাসিনা। 

রয়টার্সের শিরোনাম, বাংলাদেশে বিরোধীদের বর্জন করা নির্বাচনে ভোটগ্রহণ শুরু। 

বিবিসি নিউজ কয়েক দিন ধরে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন করলেও এখনও পর্যন্ত ভোটগ্রহণ নিয়ে কোনো প্রতিবেদন করেনি। তবে ছয় ঘণ্টা আগে ভোটকেন্দ্রে আগুন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সম্প্রচার মাধ্যমটি। এতে বলা হয়েছে, বাংলাদেশের ৭ জানুয়ারির নির্বাচনের আগের দিন অন্তত ১৪টি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মধ্যে দেশের নির্বাচন নিয়ে কিছুটা গুরুত্বের সঙ্গে লাইভ করছে আলজাজিরা। তারা কিছুক্ষণ পর পর আপডেট দিচ্ছে। তাদের লাইভের শিরোনামও অন্য অন্তর্জাতিক মাধ্যমগুলোর মতো প্রায় অভিন্ন। কাতারভিত্তিক সম্প্রচার মাধ্যমটি শিরোনাম করেছে, বিরোধীদের বয়কটের মধ্যে ভোটগ্রহণ চলছে বাংলাদেশে। 

সূত্র : রয়টার্স, গার্ডিয়ান, দ্য ডন, আলজাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা