× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কঙ্গোতে কনসার্টে পদদলিত হয়ে নিহত ১১

প্রবা ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২ ১২:১৭ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২২ ১৩:৫৯ পিএম

কিনশাসার শহীদ স্টেডিয়ামে ফ্যালি ইপুপার কনসার্টে উপস্থিত দর্শকরা।

কিনশাসার শহীদ স্টেডিয়ামে ফ্যালি ইপুপার কনসার্টে উপস্থিত দর্শকরা।

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানীতে সবচেয়ে বড় স্টেডিয়ামে আফ্রিকান সংগীত তারকা ফ্যালি ইপুপার একটি ভরাট কনসার্টে পদদলিত হয়ে ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল আসেলো ওকিটো রবিবার (৩০ অক্টোবর) ওই মৃত্যুর জন্য আয়োজকদের দায়ী করে বলেছেন, কিনশাসার শহীদ স্টেডিয়ামের কনসার্টে  উপস্থিত দর্শকদের সংখ্যা ধারণক্ষমতার বাইরে ছিল।

মন্ত্রী স্টেডিয়ামে সাংবাদিকদের বলেন, ‘দুজন পুলিশসহ এগারো জন মারা গেছে।’ 

হতাহতদের স্বজনদের প্রতি সমবেদনায় তিনি বলেছেন, মানুষের প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করছি এবং আয়োজকদের অবশ্যই শাস্তি পেতে হবে।’

কনসার্টে উপস্থিত থাকা রয়টার্স নিউজ এজেন্সির সাংবাদিকরা জানিয়েছেন, স্টেডিয়ামটি ৮০ হাজার জনের ধারণক্ষমতার বাইরে ছিল। 

নিরাপত্তা বাহিনী এর আগে স্টেডিয়ামের বাইরের রাস্তায় হিংসাত্মক জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। 

উল্লেখ্য, ৪৪ বছর বয়স্ক ফ্যালি ইপুপার আফ্রিকার শীর্ষস্থানীয় সংগীতশিল্পীদের একজন। যার অ্যালবাম বিশ্বব্যাপী বিক্রি হয়।

গায়ক-গীতিকার ইপুপা, অনুষ্ঠানটি শুরু হওয়ার নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরে এসেছিলেন।

ঘটনাস্থলের একজন পুলিশ কর্মকর্তা কঙ্গোলিজ প্রেস এজেন্সি এসিপিকে বলেছেন, পরিস্থিতি সংগীতপ্রেমীদের জন্য শ্বাসরুদ্ধকর হয়ে উঠেছিল, যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

কিনশাসার পুলিশ প্রধান জেনারেল সিলভাইন সাসোঙ্গো এর আগে এসিপিকে বলেন, ৯ জন লোক মারা গেছে।

কনসার্ট কভার করতে স্টেডিয়ামে থাকা সাংবাদিকরা এসিপিকে বলেছেন, ভিড়ের চাপ পুলিশ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি।

প্রবা/জিজি/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা