× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতে নিহত ১৬০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১১:৫৪ এএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩ ১১:৫৭ এএম

সংঘাতময় এলাকা ছেড়ে পালাচ্ছে স্থানীয়রা। মে মাসে প্লাতিয়াউ রাজ্যে। ছবি : সংগৃহীত

সংঘাতময় এলাকা ছেড়ে পালাচ্ছে স্থানীয়রা। মে মাসে প্লাতিয়াউ রাজ্যে। ছবি : সংগৃহীত

নাইজেরিয়ায় একাধিক সশস্ত্র গোষ্ঠীর সংঘাতে অন্তত ১৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০০ জন। মধ্য নাইজেরিয়ার স্থানীয় কর্মকর্তারা সোমবার (২৫ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছেন।

আগের দিন রবিবার সন্ধ্যায় দেশটির সেনাবাহিনী প্রাথমিকভাবে জানিয়েছিল, সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় ১৬ জন নিহত হয়েছে। এখন প্রাণহানির সংখ্যা অনেক বেড়ে যাওয়ার তথ্য পাওয়া গেল।

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের প্লাতিয়াউ রাজ্যের বোকোসের স্থানীয় সরকারের প্রধান মানডে কাসাহ বলেন, শনিবার শুরু হওয়া এ সহিংসতা গতকাল ভোর পর্যন্ত অব্যাহত ছিল। এ ঘটনায় ১১৩ জনের মতো নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। একাধিক সশস্ত্র গ্যাং, যারা স্থানীয়ভাবে ‘দস্যু’ নামে পরিচিত, তারা কম করে হলেও ২০টি ভিন্ন সম্প্রদায়ের ওপর সুসমন্বিতভাবে হামলা করে। তারা লোকজনের বাড়িঘর পুড়িয়ে দেয়।

স্থানীয় রেড ক্রস প্রাণহানির প্রাথমিক পরিসংখ্যানে বলেছিল, বোকোস অঞ্চলের ১৮ গ্রামে ১০৪ জন নিহত হয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশটির উত্তর-মধ্যাঞ্চলের প্লাতিয়াউ রাজ্যে এক দশকের বেশি সময় ধরে ধর্মীয় ও জাতিগত সংঘাত বিরাজ করছে। এখানে আন্তঃসাম্প্রদায়িক দ্বন্দ্ব লেগেই থাকে। স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো প্রাকৃতিক সম্পদ দখলের প্রতিযোগিতায় বিরোধীদের ওপর হামলা করে। সাম্প্রতিক বছরগুলোয় এ দ্বন্দ্ব শত শত প্রাণ কেড়ে নিয়েছে।

সূত্র : গার্ডিয়ান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা