× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিউলে পদদলিতের ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা

প্রবা ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২ ১৩:০৭ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২২ ১৬:৩২ পিএম

দুর্ঘটনাস্থল পরিদর্শন করছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল দেশটির রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৫১ জনের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয়  শোক ঘোষণা করেছেন।

সিউলের ইতাইওয়ান জেলায় সংঘটিত ওই দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর ইউন রবিবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, ‘এটি সত্যিই দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘আজ থেকে দুর্ঘটনা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সরকার রাষ্ট্রীয়  শোক পালনের সময় নির্ধারণ করেছে।’

আলজাজিরা জানিয়েছে, বিচলিত স্বজনরা তাদের নিখোঁজ পরিবারের সদস্যদের সন্ধানে শহরের হাসপাতালে ভিড় জমাচ্ছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের বেশিরভাগই নারী এবং তরুণ-তরুণীর বেশিরভাগই ২০ বছর বয়সের। নিহতের মধ্যে ইরান, উজবেকিস্তান, চীন ও নরওয়ের ১৯ জন নাগরিকও রয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি এ বিপর্যয়কে ‘দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে মারাত্মক ঘটনা’ বলে অভিহিত করেছে।

উল্লেখ্য, শনিবার রাতে হ্যালোইন উৎসবে যোগ দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি সরু রাস্তা দিয়ে প্রচুর দর্শনার্থী ঢুকে পড়লে পদদলিত হয়ে অন্তত ১৫১ জন মারা যান।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন সিউলের ইথেওনের ঘটনায় আহতের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ইয়োনহাপ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টায় যখন হ্যামিলটন হোটেলের কাছে একটি সরু গলিতে প্রচুর মানুষ ঢুকে পড়ে, তখনই পদদলনের ঘটনা ঘটে।

২১ বছর বয়সি মুন জু-ইয়ং রয়টার্সকে বলেন, ঘটনা ঘটার আগে ওই গলিতে সমস্যার স্পষ্ট লক্ষণ ছিল। সেখানে স্বাভাবিকের চেয়ে কমপক্ষে ১০ গুণ বেশি ভিড় ছিল।

করোনা মহামারির কারণে তিন বছর পর সিউলে এবার প্রথম হ্যালোইন উৎসব হচ্ছে। তাই উৎসাহ-উদ্দীপনা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। এ পার্টিতে অনেকেই মুখোশ ও হ্যালোইনের পোশাক পরেছিলেন।

‘মৃত আত্মাদের স্মরণে’ প্রতি বছর অক্টোবরের শেষে ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে হ্যালোইন উৎসব হয়। দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসব উদ্‌যাপনকারীদের কাছে সিউলের ইথেওন এলাকা খুবই আকর্ষণীয় জায়গা। শনিবার রাতে ওই এলাকায় লাখখানেক মানুষ সমবেত হয়েছিলেন। পদদলনের ঘটনার আগে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সেখানে অতিরিক্ত ভিড়ের কথা উল্লেখ করেন। জায়গাটি নিরাপদ নেই বলেও উল্লেখ করেন কেউ কেউ।

দুর্ঘটনাস্থলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, রাস্তার ওপর ব্যাগে করে মরদেহ রাখা হয়েছে। জরুরি চিকিৎসাসেবা দিয়ে আহতদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। রাস্তায় একজন আরেকজনের ওপর পড়ে আছেন, তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

সিউল মেট্রোপলিটন সরকার ঘটনার পর সবাইকে দ্রুত বাড়ি ফিরে যেতে জরুরি বার্তা প্রচার করছে। তাদের কাছে খবর আসছে যে তখন পর্যন্ত ২৭০ জন নিখোঁজ হয়েছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এ ঘটনার পর জরুরি বৈঠক ডেকেছেন। কীভাবে এ ঘটনা ঘটেছে, তার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে দেশটিতে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে ২০১৪ সালে। ফেরি দুর্ঘটনায় তখন ৩০৪ জন মারা গিয়েছিলেন, যার বেশিরভাগই স্কুল শিক্ষার্থী।

প্রবা/জিজি/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা