প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১২:১৭ পিএম
দুর্ঘটনার শিকার বাস। ছবি : সংগৃহীত
নিকারাগুয়া একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় শিশুসহ ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আর ২৫ জন। শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানী মানাগুয়ার উত্তরে র্যাঞ্চো গ্র্যান্ড ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো এসব তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনার সময় বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিল বলেও জানান তিনি।
নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী মুরিলো বলেন, র্যাঞ্চো গ্র্যান্ডে দুর্ঘটনাটি ঘটেছে। সম্ভবত বাস চালানোর সময় চালক নিয়নন্ত্রণ হারিয়েছিল। যার কারণে ব্রিজের ওপর বাসটি উল্টে যায়।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
সূত্র : ডয়েচে ভেলে