× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামাবাদে পৌঁছে চূড়ান্ত সিদ্ধান্ত, লংমার্চ কেউ ঠেকাতে পারবে না : ইমরান খান

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২ ১৪:৪৯ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২২ ১৪:৫২ পিএম

লংমার্চে অংশ নেন পিটিআই-প্রধান ইমরান খান। ছবি : প্রবা

লংমার্চে অংশ নেন পিটিআই-প্রধান ইমরান খান। ছবি : প্রবা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারপারসন ইমরান খান বলেন, ইসলামাবাদমুখী আমাদের লংমার্চ কেউ ঠেকাতে পারবে না। আমরা রাজধানীতে পৌঁছালে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে, সে পর্যন্ত অপেক্ষা করুন।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহব্যাপী লংমার্চের দ্বিতীয় দিন শনিবার (২৯ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে শুক্রবার লাহোরের লিবার্টি চকে লংমার্চ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। দিনভর কর্মসূচির পর রাতে প্রথম দিনের মতো লংমার্চ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

আজ স্থানীয় সময় বেলা ১১টায় শাহদরা এলাকা থেকে ফের লংমার্চ শুরু হয়।

ইমরান খান বলেন, দ্বিতীয় দিনে লংমার্চ কর্মসূচি আরও বড় হয়েছে। তাই এটি কেউ বন্ধ করতে পারবে না। জনগণকে আমরা ইসলামাবাদে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসার পর চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করব।

এ সময় আগাম নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন পিটিআই-প্রধান। তবে সরকার বলে আসছে, তারা আগামী অক্টোবর বা নভেম্বরে নির্বাচন আয়োজন করবে।

এদিন ইমরান খান জোর দিয়ে বলেন, ‘পদযাত্রা কর্মসূচির সময় আমার দল আইন মেনে চলবে। প্রতিবাদ করা আমার অধিকার। সংবিধান শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার দিয়েছে।’

৪ নভেম্বর লংমার্চ রাজধানী ইসলামাবাদে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে সরকার বিক্ষোভকারীদের রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে। তারা রাজধানীর সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩০ হাজার সদস্য নিয়োগের ঘোষণা দিয়েছে।

কর্তৃপক্ষ ইতোমধ্যে লংমার্চ ঠেকাতে ইসলামাবাদগামী সব প্রবেশপথে শত শত কনটেইনার পাঠিয়েছে।

গত এপ্রিলে আস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আগাম নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই রাজনীতিবিদ।

এরই ধারাবাহিকতায় ২৫ মে ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ঘোষণা দেন। তবে সরকারের বাধায় কর্মসূচি সহিংস রূপ নিলে মাঝপথে হঠাৎ কর্মসূচি স্থগিত করেন তিনি।

প্রবা/এইচকে/জেও


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা