প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১১:০৬ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১১:৫৪ এএম
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসি। ছবি : সংগৃহীত
মিসরে টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আস-সিসি। তিনি ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) দেশটির সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
তথ্যমতে, মিসরে ১০ থেকে ১২ ডিসেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফলাফল ঘোষণা করে দেশটির জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ। এবারের নির্বাচনে ৬৬ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।
মোট ভোটের ৮৯ দশমিক ৬ শতাংশ পেয়েছেন সিসি। এ হিসাবে দেশটির প্রায় ৩ কোটি ৯০ লাখের বেশি ভোটার তাকে ভোট দিয়েছেন।
সিসি এক দশক ধরে মিসরের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। ২০১৩ সালে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে উৎখাত করে ক্ষমতা হাতে নেন সিসি।
এবারের নির্বাচনে সিসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আরও তিন প্রার্থী। তাদের কেউ তেমন পরিচিত নন। তাই ভোটের লড়াইয়ে সিসিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি।
সিসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান পিপলস পার্টির নেতা হাজেম ওমর। তিনি ৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। বামপন্থি সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ফরিদ জাহরান এবং শত বছরের পুরোনো রাজনৈতিক দল ওয়াফ্দের নেতা আবদেল সানাদ ইয়ামামা সামান্য ভোট পেয়েছেন।
২০২৪ সালের এপ্রিলে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন সিসি। মিসরের বর্তমান সংবিধান অনুয়ায়ী প্রেসিডেন্ট পদে এটাই হবে তার শেষ মেয়াদ।
সূত্র : আলজাজিরা, রয়টার্স