× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের রক্ত দূষিত করছে অভিবাসীরা : ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ১১:৫৯ এএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩ ১২:১৫ পিএম

বক্তৃতা করছেন ডোনাল্ড ট্রাম্প। ১৬ ডিসেম্বর নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডারহামে। ছবি : সংগৃহীত

বক্তৃতা করছেন ডোনাল্ড ট্রাম্প। ১৬ ডিসেম্বর নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডারহামে। ছবি : সংগৃহীত

অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের রক্ত দূষিত করছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৬ ডিসেম্বর) নিউ হ্যাম্পশায়ারে একটি সমাবেশে তিনি এ মন্তব্য করেছেন। 

কয়েক দিন আগে অনিবন্ধিত বা অবৈধ অভিবাসীদের ‘পোকা’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। তার এ ধরনের মন্তব্য জেনোফোবিক বা বিদেশিদের প্রতি ঘৃণাপূর্ণ মনোভাব এবং নাৎসি বক্তব্যের প্রতিধ্বনি বলে অভিযোগ করেছেন বিরোধীরা। তারা এ প্রবণতা অত্যন্ত ভয়ংকর বলে মনে করেন বিশেষজ্ঞরা। 

শনিবার নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডারহামে কয়েক হাজার সমর্থকের সামনে ট্রাম্প বলেন, ওরা (অনিবন্ধিত অভিবাসী) আমাদের দেশের রক্ত দূষিত করছে। দক্ষিণ আমেরিকা ছাড়াও এশিয়া, আফ্রিকা, সারা বিশ্ব থেকে তারা আমাদের দেশে আসছে। 

২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসনবিরোধী একাধিক পদক্ষেপ নিয়েছিলেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনে জিতে দ্বিতীয়বার ক্ষমতায় যেতে পারলে অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং বৈধ অভিবাসন নীতি কঠোর করার ঘোষণা দিয়েছেন তিনি।

গত সেপ্টেম্বরে দ্য ন্যাশনাল পালস নামে একটি ডানপন্থি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ‘রক্ত বিষাক্ত করে তোলা’ শব্দগুলো ব্যবহার করেছিলেন। তার ওই মন্তব্যের তীব্র সমালোচনা করে অ্যান্টি-ডিফেমেশন লীগ। এর নেতা জোনাথন গ্রিনব্ল্যাট ট্রাম্পের মন্তব্যকে ‘বর্ণবাদী, জেনোফোবিক এবং ঘৃণ্য’ বলে অভিহিত করেছিলেন।

ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক জেসন স্ট্যানলি বলেছেন, ট্রাম্প বারবার এ ধরনের ভাষা ব্যবহার করা বিপজ্জনক। তার মতে, ট্রাম্পের কথায় নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের বক্তব্যের মিল রয়েছে। তিনি এ শব্দগুলোকে সমাবেশে বারবার ব্যবহার করছেন। বিপজ্জনক বক্তৃতার পুনরাবৃত্তি করা তার স্বাভাবিককরণ এবং এতে উল্লিখিত বিষয় বাস্তবায়নের ঝুঁকি বাড়িয়ে তুলছে। এটি যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। এটা ভয়ংকর। 

সূত্র : বিবিসি, গার্ডিয়ান



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা