× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতি মামলায় চীনে সাবেক ব্যাংকারের যাবজ্জীবন কারাদণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৫ পিএম

দণ্ডিত ব্যাংক কর্মকর্তা জু গুওজুন। ছবি : সংগৃহীত

দণ্ডিত ব্যাংক কর্মকর্তা জু গুওজুন। ছবি : সংগৃহীত

দুর্নীতি মামলায় সাবেক এক ব্যাংক ব্যবস্থাপককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। 

দণ্ডিত জু গুওজুন ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দক্ষিণ চীনে ব্যাংক অব চায়নার একটি শাখার প্রধান ছিলেন। তার বিরুদ্ধে ২ দশমিক ৩ বিলিয়ন ইউয়ান আত্মসাতের অভিযোগ ছিল।

চীনের অর্থনৈতিক খাতে দুর্নীতিরোধে প্রেসিডেন্ট শি-জিংপিংয়ের নেওয়া কর্মসূচির আওতায় মামলাটি হয়েছিল। এরই মধ্যে অনেক ব্যাংক কর্মকর্তা ও নির্বাহী ধরা পড়েছেন। 

আদালত সূত্র জানিয়েছে, জু এবং চীনা ব্যাংকের সাবেক দুই কর্মকর্তা অর্থ ব্যবস্থাপনা পদ্ধতির ফাঁক-ফোকরের সুযোগ নিয়ে ভুয়া ঋণের মাধ্যমে ওই অর্থ আত্মসাৎ করেন। 

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, জুর দুই সহযোগীকে আগেই ১২ ও ১৩ বছর সাজা দেওয়া হয়েছে। আত্মসাৎ করা অর্থের মধ্যে দুই বিলিয়ন ইউয়ান উদ্ধার করা হয়েছে। 

জু দুই বছর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েছিলেন। পরে দেশে ফিরে আসতে তাকে বাধ্য করা হয়। সাবেক এই কর্মকর্তা জানিয়েছেন, সাজা মওকুফ চেয়ে তিনি আবেদন করবেন না। তার যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করে তাকে আজীবন রাজনৈতিক অধিকার থেকেও বঞ্চিত করেছে চীন। সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা