× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কায় ফিরতে পারেন গোটাবায়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২২ ১৫:৫৮ পিএম

সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে

সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে

সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে আবার শ্রীলঙ্কায় ফিরতে পারেন বলে জানিয়েছেন মন্ত্রিসভার মুখপাত্র বান্দুলা গুণাবর্ধনে। খবর কলোম্বো গেজেটের।

আজ স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিসভা পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন বান্দুলা।

তিনি জানান, গোটাবায়া সঠিক নিয়ম নীতির মধ্যেই সিঙ্গাপুরে গেছেন, তিনি লুকিয়ে নেই। তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

তবে গোটাবায়া কবে নাগাদ ফিরবেন তার বান্দুলা বলেন, তার ফেরার সঠিক তারিখ সম্পর্কে অবগত নন তিনি।

সরকারবিরোধী তুমুল বিক্ষোভের মুখে ১৩ জুলাই শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে যান দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া। পরদিন ১৪ জুলাই গোটাবায়া মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরে গিয়ে তিনি তাঁর পদত্যাগপত্র দেশে পাঠিয়ে দেন। বর্তমানে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন রনিল বিক্রমাসিংহে।

দক্ষিণ আফ্রিকাভিত্তিক অধিকার সংগঠন দ্য ইন্টারন্যাশনাল ট্রুথ এন্ড জাস্টিস প্রজেক্ট (আইটিজেপি) জানায়, ২০০৯ সালের গৃহযুদ্ধের সময় জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন করেন গোটাবায়া। সেসময় দেশটির প্রতিরক্ষা প্রধান ছিলেন সাবেক এ প্রেসিডেন্ট। এ অপরাধের জন্য তাকে গ্রেপ্তারের দাবি জানায় সংগঠনটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা