× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিসে হামলায় জার্মান পর্যটক নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৩:৫২ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৪:১৫ পিএম

প্যারিসের রাস্তায় ছুরি এবং হাতুড়ি নিয়ে হামলায় জার্মানির একজন পর্যটক নিহত। ছবি : সংগৃহীত

প্যারিসের রাস্তায় ছুরি এবং হাতুড়ি নিয়ে হামলায় জার্মানির একজন পর্যটক নিহত। ছবি : সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় ছুরি এবং হাতুড়ি নিয়ে হামলায় জার্মানির একজন পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বিবিসির বরাতে এমনটি জানা গেছে। এ ছাড়া ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, ‘শনিবার রাতে আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।’ 

হামলার ঘটনায় ২৬ বছর বয়সি ফরাসি তরুণকে আটক করা হয়েছে। ওই তরুণ রাস্তায় প্রথমে এক পর্যটক জুটিকে আক্রমণ করে। এরপর তার ছুরিকাঘাতে প্রাণ যায় একজন জার্মান নাগরিকের।

ঘটনাস্থল থেকে ওই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। তার আগেই অবশ্য হাতুড়ি দিয়ে আরও দুজনকে আক্রমণ করেন তিনি। ঘটনার পর স্থানীয় হাসপাতালে আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘হামলাকারী ওই তরুণ আল্লাহু আকবর ধ্বনি দিচ্ছিলেন। গ্রেপ্তারের পর পুলিশকে তিনি বলেছেন, আফগানিস্তান এবং ফিলিস্তিনে বহু মুসলমানের মৃত্যুতে তিনি হতাশ।’

এর আগে একটি হামলার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে ২০১৬ সালে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল ওই তরুণকে। তখন থেকে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। 

বিবিসি জানিয়েছে, হামলার পর ঘটনাস্থল ঘিরে অভিযান চালায় পুলিশ। এ সময় লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

হামলায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি বলেছেন, ‘সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর অফিস ওই ঘটনার তদন্ত করবে, যাতে ন্যায়বিচার নিশ্চিত করা যায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা