× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজেপির মিথ্যা ও ঘৃণার রাজনীতিকে হারাতে হবে : কংগ্রেসের নতুন সভাপতি

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২ ১৭:২৮ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২২ ১৭:৪২ পিএম

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাতে তুলে দেওয়া হচ্ছে নির্বাচনী ফলের সার্টিফিকেট। বুধবার নয়াদিল্লিতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। ছবি : সংগৃহীত

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাতে তুলে দেওয়া হচ্ছে নির্বাচনী ফলের সার্টিফিকেট। বুধবার নয়াদিল্লিতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। ছবি : সংগৃহীত

উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে বুধবার (২৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেছেন মল্লিকার্জুন খাড়গে। নয়াদিল্লিতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে খাড়গের হাতে কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভোটের ফলাফলের সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

ভারতের গণমাধ্যম স্ক্রলডটইন জানিয়েছে, অনুষ্ঠানে খাড়গে বলেছেন, ‘কংগ্রেসপ্রধানের দায়িত্ব গ্রহণ আমার জন্য একটি অত্যন্ত আবেগঘন মুহূর্ত। কংগ্রেসের একজন সাধারণ কর্মীর ছেলেকে, একজন সাধারণ কর্মীকে এত বড় দায়িত্বের জন্য মনোনীত করায় আমি কংগ্রেসের সব নেতা-কর্মীকে ধন্যবাদ জানাই।’

কর্ণাটকের এই প্রবীণ রাজনীতিবিদ শাসক দলের উদ্দেশে বলেন, ‘বিজেপি দেশে মিথ্যা ও ঘৃণার রাজনীতি কায়েম করেছে। আমাদের প্রধান কাজ হবে, এসব গুঁড়িয়ে দিয়ে হারানো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। বিজেপি-আরএসএস বিরোধী দলমুক্ত দেশ চায়। এ প্রচেষ্টা সফল হতে দেওয়া যাবে না। এটাকে পরাস্ত করতে হবে।’

ভারতের বর্তমান পরিস্থিতির একটা নকশা তুলে ধরে লোকসভার বিরোধী দলের সাবেক এ নেতা বলেন, ‘এই নতুন ভারতে ক্ষুধা বাড়ছে, শিক্ষাব্যয় বাড়ছে, দূষণ বাড়ছ। অথচ সরকার নাক ডেকে ঘুমাচ্ছে। সরকার ঘুমালেও তাদের নিয়ন্ত্রিত (দুর্নীতি দমন ও তদন্ত-বিষয়ক কেন্দ্রীয় সংস্থা) ইডি ও সিবিআই অষ্টপ্রহর সজাগ রয়েছে। তারা বিরোধীদের নানাভাবে হয়রানি করছে। নয়াদিল্লিতে দলিত, সংখ্যালঘু এবং নিপীড়িত মানুষের অধিকার ক্রমসংকুচিত হচ্ছে। তাদের অপমান করা হচ্ছে।’

অনুষ্ঠানে পার্টির অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেসের সদ্যসাবেক সভাপতি সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী বলেন, ‘তিনি (খাড়গে) একজন সাধারণ কর্মী হিসেবেই কংগ্রেসের রাজনীতি শুরু করেছিলেন। কিন্তু নিজের মেধা ও পরিশ্রম দিয়ে পার্টির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন। আমার বিশ্বাস, কংগ্রেসের নতুন সভাপতি পার্টিতে নতুন প্রাণসঞ্চার করবেন। তার নেতৃত্বে পার্টি শক্তিশালীভাবে এগিয়ে যাবে।’ এ ছাড়া প্রায় দুই দশক কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন শেষে বর্তমানে নিজেকে একটু ভারমুক্ত মনে করছেন বলেও মন্তব্য করেন সোনিয়া গান্ধী।

প্রসঙ্গত, ১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মল্লিকার্জুন খাড়গের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন কেরালার তিরুবনন্তপুরম থেকে নির্বাচিত কংগ্রেসের লোকসভার সদস্য শশী থারুর। নির্বাচনে খাড়গে পান ৭ হাজার ৮৯৭ ভোট। আর থারুর পান ১ হাজার ৭২ ভোট। 

ভোটের পরপরই শশী থারুরের শিবিরের পক্ষ থেকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা নিয়ে আর বেশিদূর এগোয়নি তারা। পরবর্তীতে সোনিয়া গান্ধীসহ শশী থারুর খাড়গের বাসায় গিয়ে তাকে শুভেচ্ছা জানান। 

প্রবা/টিএ/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা