× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিমিয়া ১৬০ বছরের মধ্যে সবচেয়ে বড় ঘূর্ণিঝড়ের কবলে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১৪:৩১ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ১৪:৩৬ পিএম

ক্রিমিয়ায় ঘূর্ণিঝড় বিধ্বস্ত একটি বাড়ি। ২৭ নভেম্বর তোলা। ছবি : সংগৃহীত

ক্রিমিয়ায় ঘূর্ণিঝড় বিধ্বস্ত একটি বাড়ি। ২৭ নভেম্বর তোলা। ছবি : সংগৃহীত

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় সোমবার রাতে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। উপদ্বীপটিতে ১৬০ বছরের মধ্যে এত শক্তিশালী আর কোনো ঘূর্ণিঝড় আঘান হানেনি।

ঘূর্ণিঝড়ে ক্রিয়ায় অন্তত চারজন প্রাণ হারিয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে আরও প্রায় ৪ লাখ মানুষ। 

ক্রিমিয়ার পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের অন্য অংশেও আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি। দুই দেশের এসব অঞ্চলে আরও প্রায় ১৪ লাখ মানুষ বিদ্যুৎহীন পয়ে পড়েছে। 

সেকেন্ডে ঘূর্ণিঝড়টির গতি সর্বোচ্চ ৪০ মিটার পর্যন্ত রেকর্ড হয়েছে। অন্য কথায় ঘণ্টায় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতি ছিল ১৪৪ কিলোমিটার। 

রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় বলছে, দাগেস্তান, ক্রাসনোদার ও রোস্তভের পাশাপাশি ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিঝিয়া এবং ক্রিমিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইউক্রেন বলেছে, তুষারঝড়ের পর দেশের ২ হাজার ১৯ টি গ্রাম ও শহরে বিদ্যুৎ নেই। রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি ঝড়টি মলদোভা, জর্জিয়া এবং বুলগেরিয়াতেও আঘাত হেনেছে।

কিছু জায়গায় তুষারপাত দুই মিটারের বেশি হওয়ার কারণে ৮৪০টির মতো যানবাহনকে সরিয়ে নিতে হয়েছিল বলেও জরুরি পরিষেবা জানিয়েছে। অন্তত ১ হাজার ৩৭০টি পণ্যবাহী লরি বর্তমানে আটকে আছে।

সূত্র : আরটি, বিবিসি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা