প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১৭:০১ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১৭:৪১ পিএম
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে ইসরায়েলের গাজা হামলার বিরুদ্ধে বিক্ষোভ। ১১ অক্টোবর তোলা। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকা থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ইসরায়েল। দেশটি সোমবার ইসরায়েলের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ তদন্তের উদ্যোগকে সমর্থন করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় এ ঘোষণা দিল তেল-আবিব।
সোমবার (২০ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্সিমন্ত্রী খুম্বুদজো এনত্শাভেনি বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অন্য দেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকাও আবেদন করবে। ডিসেম্বরের মাঝামাঝি এ আবেদন করা হতে পারে।
এনত্শাভেনির ঘোষণার কয়েক ঘণ্টা পর দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূত এলি বেলোটসারকোভস্কি ডেকে পাঠায় ইসরায়েল। সোমবার রাতে প্রকাশিত ইসরায়েলের পররাষ্ট্র বিভাগের এক বিবৃতে বলা হয়, দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক মন্তব্যের কারণে আমাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকা ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সমর্থক। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে দেশটি ইসরায়েলের সমালোচনা করছে। তবে দেশটি ইসরায়েলে হামাসের হামলারও সমালোচনা করেছে।
যুদ্ধ শুরু হওয়ার পর তেল-আবিব থেকে ইতোমধ্যে নিজেদের রাষ্ট্রদূতকে ফেরত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা ছাড়া বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, হন্ডুরাস, জর্ডান, তুর্কি ও বাহরাইন ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে।
সূত্র : আরটি