প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১৪:১৭ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১৪:৫৪ পিএম
গাজায় যুদ্ধরত ইসরায়েলি সেনারা। ২০ নভেম্বর ইসরায়েল সেনাবাহিনীর সরবরাহ করা। ছবি : সংগৃহীত
গাজায় স্থল অভিযানে এ পর্যন্ত ইসরায়েলের ৬৮ সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ তথ্য জানিয়েছে।
সর্বশেষ নিহত দুই সেনা হলেন ২৬ বছর বয়সি ক্যাপ্টেন আরনন মোশে আভরাহাম বেনভেনিস্তি ভাসপি এবং ২০ বছর বয়সি স্টাফ সার্জেন্ট ইলিয়া সেনকিন। সোমবার তারা নিহত হন। একই দিন নিজেদের আরও ৫ সেনা আহত হয়েছে। আহতদের মধ্য দুইজনের অবস্থা গুরুতর।
৭ অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তবেড়া অতিক্রম ও প্যারাসুটে করে ইসরায়েলে প্রবেশ করে হামাস যোদ্ধারা। অত্যন্ত পরিকল্পিতভাবে তারা ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ), পুলিশ ও সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় প্রায় ৪ হাজার। হতাহতের অধিকাংশ সাধারণ মানুষ। পাশাপাশি হামাসের যোদ্ধারা প্রায় ২৪০ জনকে ধরে নিয়ে আসে।
হামাসের হামলার জবাবে গাজায় বিমান, ক্ষেপণাস্ত্র, রকেট, গোলা ও ড্রোন হামলা শুরু করে ইসরায়েল। ২৮ অক্টোবর শুরু হয় স্থল অভিযান। এর মধ্যে আইডিএফ উত্তর গাজা মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৩ হাজার ৩০০ ছাড়িয়েছে। এর মধ্যে শিশু ৫ হাজার ৬০০-এর বেশি। নারী অন্তত ৩ হাজার ৫৫০। একই সময়ে আহত হয়েছে ৩১ হাজারের বেশি। স্থানচ্যুত হয়েছে ১৬ লাখের বেশি, যা গাজার মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশের বেশি।
গাজার স্বাস্থ্য বিভাগ সোমবার (২০ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে। তথ্যমতে, গাজায় আহত ও নিহতের পাশাপাশি এখনও নিখোঁজ রয়েছে ৬ হাজারের বেশি ফিলিস্তিনি। এর বেশিরভাগই বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অবস্থায় আছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : টাইমস অব ইসরায়েল, আলজাজিরা, বিবিসি