× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ১৩ হাজার ৩০০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১১:৪৪ এএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১২:৫৯ পিএম

রাফা ক্রসিংয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পরবর্তী দৃশ্য। ২০ নভেম্বর তোলা। ছবি : সংগৃহীত

রাফা ক্রসিংয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পরবর্তী দৃশ্য। ২০ নভেম্বর তোলা। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৩ হাজার ৩০০ ছাড়িয়েছে। এর মধ্যে শিশু ৫ হাজার ৬০০-এর বেশি। নারী অন্তত ৩ হাজার ৫৫০। একই সময়ে আহত হয়েছে ৩১ হাজারের বেশি। স্থানচ্যুত হয়েছে ১৬ লাখের বেশি, যা গাজার মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশের বেশি।

গাজার স্বাস্থ্য বিভাগ সোমবার (২০ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে।

তথ্যমতে, গাজায় আহত ও নিহতের পাশাপাশি এখনও নিখোঁজ রয়েছে ৬ হাজারের বেশি ফিলিস্তিনি। এর বেশিরভাগই বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অবস্থায় আছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সোমবার গাজার প্রশাসনিক কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছিল, ইসরায়েলি বিমান ও স্থল বাহিনীর অভিযানে গাজায় এ পর্যন্ত ৮৩টি মসজিদ, ৩টি গির্জা এবং ৪৩ হাজার বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আংশিক ধ্বংসপ্রাপ্ত হয়েছে প্রায় ২ লাখ ২০ হাজার বাড়িঘর।

৪৬ দিনের ইসরায়েলি হামলায় উপত্যকাটির ৬০ শতাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুত্বপূর্ণ সব সরকারি-বেসরকারি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এ অবস্থায় যুদ্ধপরবর্তী সময়ে গাজার পুনর্গঠন কীভাবে হবে, তা কেউ ভাবতে পারছে না।

৭ অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তবেড়া অতিক্রম ও প্যারাসুটে করে ইসরায়েলে প্রবেশ করে হামাস যোদ্ধারা। অত্যন্ত পরিকল্পিতভাবে তারা ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ), পুলিশ ও সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় প্রায় ৪ হাজার। হতাহতের অধিকাংশ সাধারণ মানুষ। পাশাপাশি হামাসের যোদ্ধারা প্রায় ২৪০ জনকে ধরে নিয়ে আসে।

হামাসের হামলার জবাবে গাজায় বিমান, ক্ষেপণাস্ত্র, রকেট, গোলা ও ড্রোন হামলা শুরু করে ইসরায়েল। ২৮ অক্টোবর শুরু হয় স্থল অভিযান। এর মধ্যে আইডিএফ উত্তর গাজা মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।

গাজার বৃহত্তম হাসপাতাল আল-শিফায় ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে অভিযান চালিয়ে তার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। কিছু মুমূর্ষু রোগী ও চিকিৎসক ছাড়া সেখান থেকে সবাইকে তাড়িয়ে দিয়েছে।

সূত্র : আলজাজিরা, মিডলইস্টআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা