প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৬:১৬ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৬:৫৯ পিএম
হামাসের পার্লামেন্ট ভবন বিস্ফোরণে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত ভবনটি গত রবিবার ইসরায়েলি সেনারা দখল করে। বুধবার (১৫ নভেম্বর) বিস্ফোরণ ঘটিয়ে ভবনটি ধ্বংস করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিকট বিস্ফোরণের পর পার্লামেন্ট ভবন ধসে পড়েছে।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর সপ্তম সাঁজোয়া ব্রিগেড এবং গোলানি কামান ব্রিগেড হামাসের পার্লামেন্ট দখল করে। এরপর ভবনের ভেতর ইসরায়েলের পতাকা লাগিয়ে ছবি তোলে তারা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ওই অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর লুকিয়ে থাকার জন্য কোনো স্থান নেই।
সূত্র : টাইমস অব ইসরায়েল