গাজায় ইসরায়েলি হামলা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১৬:৫১ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১৬:৫২ পিএম
ওয়াশিংটন ডিসিতে ১৪ নভেম্বর গাজায় ইসরায়েলি হামলা বন্ধের বিপক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বিশ্বের দেশে দেশে রোজ বিক্ষোভ হচ্ছে। সম্প্রতি লন্ডনে প্রায় তিন লাখ মানুষ যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেছেন। কিন্তু মঙ্গলবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যুদ্ধবিরতির বিপক্ষে বিশাল সমাবেশ হয়েছে।
জানা গেছে, ওয়াশিংটনের বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধবিরতির সমালোচনা করার পাশাপাশি বিশ্বজুড়ে ইহুদি বিদ্বেষ বেড়ে যাওয়ার প্রতিবাদ জানিয়েছেন। নীল ও সাদার মিশেলে ইসরায়েলি পতাকা ও যুদ্ধবিরতির বিপক্ষে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে কড়া নিরাপত্তার মধ্যে ওয়াশিংটনের ন্যাশনাল মলের সামনে প্রতিবাদে শামিল হন অনেকেই।
সমাবেশে জেরুজালেম থেকে অনলাইনে যুক্ত হন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগ। তিনি বলেন, শুধু ইহুদি হওয়ার কারণে ইসরায়েলের ইহুদিরা হামলার শিকার হচ্ছেন। এটা সব সভ্য দেশ ও মানুষকে বিব্রত করেছে।
সমাবেশে সাবেক সোভিয়েত ইউনিয়নের ভিন্নমতাবলম্বী নাতান শারনস্কি ও যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমারের নেতৃত্বে জ্যেষ্ঠ কংগ্রেস সদস্যদের একটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে গাজার বৃহত্তম হাসপাতাল আশ-শিফায় বুধবার (১৫ নভেম্বর) ভোরে অভিযান চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কিন্তু প্রথম অভিযান শেষ হলেও হাসপাতালের ভেতরে হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘাত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। কিংবা ইসরায়েলি সেনারা সেখান থেকে এখন পর্যন্ত কোনো গোলাবারুদ উদ্ধার করেছে বলেও জানা যায়নি।
জানা গেছে, সর্বাত্মক অভিযান না করে হাসপাতালটির সুনির্দিষ্ট স্থানে অভিযান চালাচ্ছে আইডিএফ। হামাস যোদ্ধাদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হচ্ছে। হাসপাতালে অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দুষছেন হামাসকে।
ইসরায়েল বলছে, হামাসের সদস্যরা গাজা শহরের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় লুকিয়ে আছে, তাই তারা এ অভিযান চালাচ্ছে।
কিন্তু নিজ যোদ্ধাদের হাসপাতাল ব্যবহারের কথা অস্বীকার করেছে হামাস। আশ-শিফা হাসপাতাল কর্তৃপক্ষও একই দাবি করেছে।
সূত্র : গার্ডিয়ান, আল-জাজিরা