প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ১৩:৩৭ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ১৩:৪০ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হোসেইন আমিরাবদুল্লাহিয়ান। ছবি : সংগৃহীত
গাজা উপত্যকার সবকিছু ধুলো মিশিয়ে দিচ্ছে ইসরায়েল। এ অবস্থায় গাজায় সামরিক আগ্রাসন বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হোসেইন আমিরাবদুল্লাহিয়ান। সোমবার (১৩ নভেম্বর) রাতে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তোর সঙ্গে ফোনালাপের সময় তিনি বিশ্ব সম্প্রদায়কে উদ্দেশ্য করে এ আহ্বান জানান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হোসেইন আমিরাবদুল্লাহিয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত গাজায় সামরিক আগ্রাসন বন্ধ করার জন্য ইসরায়েলি সরকারের ওপর চাপ প্রয়োগ করা। গাজায় অবিলম্বে একটি নিঃশর্ত মানবিক যুদ্ধবিরতি কার্যকর হওয়া উচিত এবং অবরুদ্ধ অঞ্চলে মানবিক সাহায্য পাঠানো উচিত।
ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করছে জানিয়ে হোসেইন আমিরাবদুল্লাহিয়ান আরও বলেন, গাজায় ফিলিস্তিনিদের ওপর বোমাবর্ষণ ও গণহত্যা চালিয়ে ইসরায়েল স্পষ্টভাবে সব ধরনের মানবিক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
গাজায় ইসরায়েল স্থল অভিযানের শুরু থেকেই ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান। বলা হচ্ছিল, ইরানের ইন্ধনে ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। তবে এটি তেহরান ও হামাস উভয়ে অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রও ইসরায়েলের এ দাবির পক্ষে তেমন কোনো প্রমাণ নেই বলে মন্তব্য করেছে।
সূত্র : আল-জাজিরা