× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুমকাতুরে চোর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১৪:২৬ পিএম

ঘুমকাতুরে চোর

গিয়েছিল চুরি করতে। একা নয় দল বেঁধে। কিন্তু চুরি শেষে সবাই সরে পড়লেও একজন যে দোকানে চুরি করতে ঢুকেছিল সেখানে ঘুমিয়ে পড়ে। পরে উন্মত্ত জনতার শোরগোলে তার ঘুম ভাঙে। 

শনিবার (১১ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়া থানায় এ ঘটনা ঘটেছে। বর্তমানে পুলিশের হাতে গ্রেপ্তার ওই ব্যক্তি। 

স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় একাধিক গণমাধ্যম জানায়, শনিবার মধ্যরাতে চোপড়ার ভোজপুরানীগছ এলাকায় এক ব্যবসায়ীর মুদি দোকানে ঢোকে একদল দুর্বৃত্ত। দরজা ভেঙে দোকানে প্রবেশ করে তাণ্ডব চালায় তারা। এরমধ্যে ওই দলে থাকা একজন দোকানের ভেতরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। ফলে লুটপাট চালিয়ে অন্যরা পালিয়ে গেলেও তিনি পালাতে পারেননি। 

ভোরে স্থানীয় এক বাসিন্দা দোকানের দরজা খোলা দেখতেই সন্দেহ হয়। পরে দোকানে ঢুকে ঘুমন্ত এক ব্যক্তিকে দেখে অবাক হয়ে যান সকলে। অবশেষে উত্তেজিত জনতার মারধরে ঘুম ভাঙে ওই ব্যক্তির। মদ্যপ অবস্থায় চুরি করতে এসে তিনি ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

দোকানের মালিক জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন। ভোরে জানতে পারেন চোর ঢুকেছে দোকানে। এসে দেখেন সব জিনিসপত্র নিয়ে গেছে চোর। কিন্তু একজন ঘুমাচ্ছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই যুবককে আটক করে প্রথমে চোপড়া থানায় নিয়ে যাওয়া হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। চুরির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দুর্বৃত্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানান পুলিশের এক কর্মকর্তা।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা