প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৭:১৪ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৭:১৫ পিএম
ইসরায়েলের এই মন্ত্রী আমিচাই এলিয়াহু শনিবার মন্ত্রিসভার বৈঠকে গাজায় পারমাণবিক বোমা হামলার প্রস্তাব দিয়েছেন।
টানা ২৮ দিনের নির্বিচার গণহত্যা চালিয়ে যাওয়ার মধ্যেই এবার গাজায় পারমাণবিক বোমা ফেলার প্রস্তাব দিলেন ইসরায়েলের এক কট্টর জায়নবাদী ইহুদি মন্ত্রী। গত শনিবার যুদ্ধ মন্ত্রিসভার বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। এই মন্ত্রীর নাম আমিচাই এলিয়াহু। তিনি ইসরায়েলের ঐতিহ্য ও জেরুজালেমবিষয়ক মন্ত্রী।
মন্ত্রিসভায় আমিচাই এলিয়াহু বলেন, গাজায় সবাই যোদ্ধা। অযোদ্ধা বলে কেউ নেই সেখানে। ফলে তাদের ওপর পারমাণবিক বোমা ফেলা একটি উপায় হতে পারে।
গাজায় একটি পারমাণবিক বোমা ফেলবে কী হবে? হ্যাঁ, নিমেষেই পুরো গাজা ধ্বংস হয়ে যাবে। গাজার বাস করা ২৩ লাখ ফিলিস্তিনি মারা যাবে। এরই মধ্যে গাজার মানুষ বিনা চিকিৎসায়, অনাহারে কাবু। স্বজন হারানোর শোকে দিশেহারা। বর্বর নিপীড়নে নিষ্পেষিত গাজার অবরুদ্ধ ২৩ লাখ ফিলিস্তিনির ওপর এই মুহূর্তে পারমাণবিক বোমা ফেললে কয়েক ঘণ্টায় পুরো গাজা বিশ্বের সর্ববৃহৎ গণকবরে পরিণত হবে। ইসরায়েলি মন্ত্রী তাদের জায়নবাদী খায়েশ পুরণে এই পথেই হাঁটার প্রস্তাব দিয়েছেন।
৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার প্রতিশোধ নিতে সেই দিন থেকে গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। সাদা ফসফরাস বোমা হামলা চালিয়েছে তারা, যার প্রমাণ পেয়েছে অক্সফাম ও হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। ফিলিস্তিনি বোমায় ঝাঁকে ঝাঁকে নিরীহ ফিলিস্তিনিরা মারা যাচ্ছে। গতকাল পর্যন্ত গাজায় সাড়ে ৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।
এ অবস্থায় গাজা ২৩ লাখ ফিলিস্তিনিকে একসঙ্গে হত্যা করার জন্য পারমাণবিক বোমা ফেলা নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় আলোচনা চরম উৎকণ্ঠার জন্ম দেয়। দুর্ধর্ষ মন্ত্রী আমিচাইর এই প্রস্তাব আপতত আমলে নেননি তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমিচাইর প্রস্তাবকে তিনি ‘বাস্তবতাবিবর্জিত’ বলে দেখছেন। তবে ফিলিস্তিনি হত্যায় নেতানিয়াহুর জুড়ি নেই। তার নির্দেশে প্রতিঘণ্টায় অন্তত ১৮টি বোমা পড়ছে গাজায়। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, স্কুল, গির্জা, আশ্রয়শিবির ও স্বাস্থ্যকেন্দ্র- এমন কোনো স্থান নেই যেখানে বোমা ফেলছে না ইসরায়েল।
অস্ত্র বিশেষজ্ঞরা বলে থাকেন, ইসরায়েলের কাছে পরমাণু বোমা আছে। স্কটহোম পিচ রিসার্চ ইনস্টিটিউটের মতে, দেশটির হাতে ৯০ থেকে আরও বেশি সংখ্যা পরমাণু বোমা আছে। তবে ইসরায়েল কখনও তা স্বীকার করেনি বা অস্বীকারও করেনি। সূত্র : হার্ৎজ, আলজাজিরা ও ফ্রান্স টোয়েন্টি ফোর