× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমঝোতার জন্য ইউক্রেনের ওপর চাপ বাড়ছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৫:৫৮ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৬:০০ পিএম

ইউক্রেনেরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনেরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মিত্ররা ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে গোপনে রাশিয়ার সঙ্গে সমঝোতার আলাপ শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দুইজন কর্মকর্তার বরাতে দেশটির গণমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। 

ইউক্রেন যুদ্ধ ২১ মাসে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সহায়তার ওপর ভর করেই ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে এ যুদ্ধ চালাতে হচ্ছে। সামরিক অস্ত্র, কূটনৈতিক ও গোয়েন্দা সহাযতা কিংবা নগদ অর্থ সব সহায়তা আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে। কিন্তু এ যুদ্ধে ইউক্রেনের জয়ের কোনো সম্ভাবনা দেখছে না তার মিত্ররা। তাই তারা রাশিয়ার সঙ্গে সমঝোতা চাইছে। 

সমঝোতাটি ঠিক কেমন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে ইউক্রেনের কর্মকর্তাদের উৎসাহিত করা হচ্ছে। 

বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনের ভূখণ্ডের প্রায় ১৭ দশমিক ৫ শতাংশ রাশিয়ার দখলে। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে চারটি স্বাধীন প্রজাতন্ত্র করে তা নিজেদের অংশ করে নিয়েছে। সেসব অঞ্চলে মোটামুটি রাশিয়ার শাসনই চলছে। সেখানকার স্কুলের পাঠ্যপুস্তক প্রণয়ন করেছে রাশিয়া। মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা রাশিয়ার।  

কিন্তু ইউক্রেনেরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হারানো সব ভূখণ্ড উদ্ধার করতে চান। জেলেনস্কি ও তার সরকারের শীর্ষ কর্মকর্তারা বারবার এমনটাই দাবি করছেন। শুধু তাই নয়। ২০১৪ সালে রাশিয়ার দখল করে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপও উদ্ধার করতে চান জেলেনস্কি। 

এনবিসি নিউজের প্রতিবেদনের জবাবে শনিবার (৪ নভেম্বর) জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে সমঝোতা করার জন্য যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় মিত্রদের থেকে কোনো চাপ নেই। ব্যক্তিগতভাবে আমারও এ ধরনের কোনো পরিকল্পনা নেই। ইউক্রেনের সমাজও এ রকম কিছু চায় না। ভূখণ্ড দিয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতা করার কোনো সম্ভাবনা নেই। 

আরটির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জেলেনস্কির বিকল্প খুঁজছে। তারা এমন কাউকে চায় যিনি আরও নমনীয়। যিনি রাশিয়ার সঙ্গে সমঝোতায় বসবেন। 

সূত্র : এনবিসি নিউজ, রয়টার্স, আরটি,


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা