প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৪:৪৮ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৫:২৮ পিএম
সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরি, জর্ডানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ৪ নভেম্বর জর্ডানের রাজধানী আম্মানে। ছবি : সংগৃহীত
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব করেছিল আরব দেশগুলো। কিন্তু যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করেছে। শনিবার (৪ নভেম্বর) জর্ডানের রাজধানী আম্মানে গাজা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সম্মেলনে আরব পররাষ্ট্রমন্ত্রীদের যুদ্ধবিরতির এ প্রস্তাব বাতিল করে দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
ব্লিঙ্কেন বলেন, এ মুহূর্তে যুদ্ধবিরতি করলে হামাস শক্তি সংগ্রহ করতে পারবে। তারা পুনরায় সংগঠিত হতে পারবে। ফলে আরেকটি ৭ অক্টোবর হওয়ার শঙ্কা রয়েছে।
আম্মানের সম্মেলনে লেবানন, কাতার, জর্ডান, মিসর, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ও ফিলিস্তিন কর্তৃপক্ষের শীর্ষ নেতারা অংশ নেন।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, এই হত্যাকাণ্ড কিছুতেই মেনে নিতে পারি না। এটা কোনো আত্মরক্ষা হতে পারে না। কোনো অজুহাতে এই হামলাকে ন্যায়সঙ্গত করা যাবে না। এমন পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তা আনবে না, অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠা করবে না।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরি গাজায় কোনো শর্ত ছাড়াই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি তাদের দ্বিমুখী আচরণ থেকে সরে আসতে আহ্বান জানান।
তবে অ্যান্টনি ব্লিঙ্কেন যুদ্ধবিরতির পরিবর্তে যুদ্ধে মানবিক বিরতির আহ্বান জানিয়েছেন। এর আগে যুদ্ধে মানবিক বিরতির কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
সূত্র : আরব নিউজ